অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে গ্রেফতার ৯ বাংলাদেশি মহিলা

লোকসভা ভোট মিটতেই দেশজুড়ে বড় সাফল্য পেল পুলিশ। ভারতে অবৈধভাবে বসবাসকারী ৯ বাংলাদেশি মহিলা ও তাদের আশ্রয় প্রদানকারী স্থানীয় এক মহিলাকে মুম্বাইয়ে গ্রেফতার করা হয়েছে।…

লোকসভা ভোট মিটতেই দেশজুড়ে বড় সাফল্য পেল পুলিশ। ভারতে অবৈধভাবে বসবাসকারী ৯ বাংলাদেশি মহিলা ও তাদের আশ্রয় প্রদানকারী স্থানীয় এক মহিলাকে মুম্বাইয়ে গ্রেফতার করা হয়েছে।

নয়া নগর পুলিশ জানিয়েছে, মীরা রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে সকলকে। নয়া নগর থানার এক আধিকারিক জানান, ‘গোপন খবরের ভিত্তিতে মীরা রোডের শান্তিনগর ও গীতা নগর এলাকায় অভিযান চালিয়ে ৯ বাংলাদেশি মহিলাকে আটক করা হয়েছে। যে মহিলা তাঁদের আশ্রয় দিয়েছিলেন, তাঁকেও গ্রেফতার করা হয়েছে। মামলায় বাড়ির মালিককে খোঁজা হচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, পাসপোর্ট আইন এবং বিদেশী আইনের বিধানের অধীনে চার্জ করেছি।’ 

   

 কিছু মাস আগেই মহারাষ্ট্র অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস) বৈধ কাগজপত্র ছাড়া ভারতে বসবাসের জন্য নবি মুম্বাইয়ে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। ঘানসোলিতে এটিএস ভিখরোলি ইউনিটের তরফে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে এটিএস অভিযান চালিয়ে পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করে, যারা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে বসবাস করছিল। ঘানসোলির জানাই কম্পাউন্ড ও শিবাজি তালাওয়ের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়। 

আহতরা হলেন, আহাত জামাল শেখ, রেবুল সামাদ শেখ, রনি শরিফুল খান, জুলু বিল্লাল শরীফ এবং মুহাম্মদ মুনির মোহাম্মদ সিরাজ মোল্লা বাংলাদেশের দুটি জেলা থেকে এসেছিলেন এবং নবি মুম্বাইয়ে রাজমিস্ত্রির কাজ করতেন।