পুণ্যার্থী বোঝাই বাস উল্টে ভয়ানক দুর্ঘটনা, মৃত ২, আহত কমপক্ষে ৩৫ জন

পুণ্যার্থী বোঝাই বাস উল্টে ভয়ানক ঘটনা ঘটে গেল দেশে। ঘটনাস্থল উত্তরপ্রদেশ। ইতিমধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের এবং আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন। যদিও আহত…

পুণ্যার্থী বোঝাই বাস উল্টে ভয়ানক ঘটনা ঘটে গেল দেশে। ঘটনাস্থল উত্তরপ্রদেশ। ইতিমধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের এবং আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন। যদিও আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ফিরোজাবাদে এক্সপ্রেসওয়েতে বড়সড় দুর্ঘটনাটি ঘটে। জম্মুর বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পর তীর্থযাত্রীদের নিয়ে ছত্তিশগড়গামী একটি বাস অনিয়ন্ত্রিতভাবে উল্টে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে চিৎকার চেঁচামেচির সৃষ্টি হয়। বিষয়টি দেখে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং পুলিশে খবর দেয়। আশপাশের লোকজনের সহায়তায় বাস থেকে লোকজনকে বের করে আনা হয়। দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৩৫ জন পুণ্যার্থী।

   

চালক কোনওভাবে ঘুমিয়ে পরার কারণে এই দুর্ঘটনা বলে মনে হচ্ছে। এক্সপ্রেসওয়ের নাসিরপুর থানা এলাকার ৫১ নম্বর কিলোমিটারের কাছে এ দুর্ঘটনা ঘটে। গত ২৮মে ছত্তিশগড় থেকে একটি বাস ভর্তি তীর্থযাত্রী জম্মুর মা বৈষ্ণোদেবীর সঙ্গে দেখা করতে যাছিলেন। বাসে থাকা ৬৫ জন আরোহীর সকলেই ছত্তিশগড়ের বাসিন্দা। ভক্তরা মা বৈষ্ণোদেবীকে দর্শন করে বৃন্দাবনে পৌঁছেছিলেন। এরপর এখান থেকে গতকাল শুক্রবার দুপুর ১টা নাগাদ প্রয়াগরাজ হয়ে ছত্তিশগড়ের উদ্দেশে রওনা দেয় বাসটি

৫১ কিলোমিটার কিলোমিটারের কাছে চালক ঘুমিয়ে পড়ার পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের নীচে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৫ জনেরও বেশি পুণ্যার্থী। এতে নারী ও শিশু নিহত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও ইউপিইআইডিএ দল। আহতদের নিকটবর্তী ফিরোজাবাদ হাসপাতাল ও মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। অন্যদিকে মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।