ATK Mohun Bagan: সুয়ারেজের সবুজ-মেরুনে যোগদান নিয়ে বড়সড় আপডেট প্রকাশ্যে

ভারতীয় ফুটবল মহলে।বিশ্বের অন‍্যতম সেরা ফুটবলার, উরুগুয়ের কিংবদন্তি ফুটবলার লুইস সুয়ারেজ আসতে চলেছে ATK Mohun Bagan),এমনটাই শোনা যাচ্ছিল

Big update on Luis Suarez joining ATK Mohun Bagan

ইদানিং একটি খবর মারাত্মক চাঞ্চল্য সৃষ্টি করেছে ভারতীয় ফুটবল মহলে।বিশ্বের অন‍্যতম সেরা ফুটবলার, উরুগুয়ের কিংবদন্তি ফুটবলার লুইস সুয়ারেজ আসতে চলেছে এটিকে মোহনবাগানে (ATK Mohun Bagan),এমনটাই শোনা যাচ্ছিল।

সদ‍্য কাতার বিশ্বকাপে খেলেছিলেন সুয়ারেজ।যদিও সংশ্লিষ্ট টুর্নামেন্টে একেবারেই পরিচিত মেজাজে দেখা যায়নি তাকে।কেরিয়ারের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছছেন ইউরোপীয়ান ক্লাব ফুটবল মাতানো তারকা।একটা সময় মেসি নেইমারের সাথে সুয়ারেজের জুঁটি দারুণ জমে উঠেছিলো বার্সেলোনায়।

এমন একজন হাই প্রোফাইল কোচকে দলে নিচ্ছে কিনা এটিকে মোহনবাগান।এই খবরের আকস্মিকতায় অবাক হয়ে গেছিলো বাংলার ফুটবল ভক্তরা‌।সত্যিই কি সুয়ারেজ আসছে তবে সবুজ মেরুন শিবিরে ? সেই প্রশ্নের উদ্রেক হয়েছিল তাদের মনে, কিন্তু তার উত্তর দেবে কে ? উত্তর দিয়েছেন ভারতীয় ফুটবলের পোড় খাওয়া সাংবাদিক মার্কাস মারগুলাও।তার কাছে কিছু অতি উৎসাহী ভক্ত জানতে চান এটিকে মোহনবাগানে সুয়ারেজের আসার বিষয়ের সত‍্যতা জানতে চেয়ে । তিনি প্রশ্নকর্তা কে পাল্টা প্রশ্ন করেন এই প্রশ্নের ভিত্তি কি ? অর্থাৎ গোটা বিষয়টি যে নেহাত গুজব ছাড়া কিছুই নয়,সেটা আর আলাদা করে কিছু বলার নেই।

বছর শেষের সাথে সাথেই সুয়ারেজ ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন।তার কাছে ইতিমধ্যে মেক্সিকোর বড়ো মাপের একটি ক্লাবের প্রস্তাব আছে।তবে তিনি সেখানে জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে যোগদান করতে চলেছেন কিনা সেই বিষয় বিশেষ কোনো ধারণা পাওয়া যায়নি এখনও।

আসা যাক এটিকে মোহনবাগানের প্রসঙ্গে ।শোনা যাচ্ছে সবুজ মেরুন শিবির তাদের দ্বিতীয় বিদেশি ফুটবলার চূড়ান্ত করে ফেলেছে, খুব শীঘ্রই তার নাম প্রকাশ‍্যে আনবে তারা।