Indian Army: নতুন বাড়িতে গৃহপ্রবেশের আগেই সিকিম দুর্ঘটনায় শহীদ বাংলার ছেলে

ফের একবার ঘরে ফেরা হলো না বাংলার ছেলের। দেশ রক্ষার গুরুদায়িত্ব কাঁধে তুলে নিলেও ভাগ্যের পরিহাসে সহকর্মীদের কাঁধে করেই কফিন বন্দি হয়ে ঘরে ফিরলেন বাংলার…

ফের একবার ঘরে ফেরা হলো না বাংলার ছেলের। দেশ রক্ষার গুরুদায়িত্ব কাঁধে তুলে নিলেও ভাগ্যের পরিহাসে সহকর্মীদের কাঁধে করেই কফিন বন্দি হয়ে ঘরে ফিরলেন বাংলার ছেলে, বাঁকুড়ার জওয়ান গোপীনাথ মাকুড়। শুক্রবার সিকিম দুর্ঘটনায় পরে ভারতীয় সেনাবাহিনীর(Indian Army) ট্রাক। এই দুর্ঘটনায় কেড়ে নিল গোপীনাথের প্রাণ। দেশ রক্ষার দায়িত্ব নিয়ে সাহসিকতা এবং কর্তব্যের মাশুল গুনতে হলো প্রাণ দিয়ে। মৃত্যুর খবর পাওয়ায় শোকোস্তব্ধ হয়ে গিয়েছে পুরো এলাকা।

বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের ভালুকা গ্রামের বাসিন্দা গোপীনাথ মাকুড়। হাবিলদার পদে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তিনি। কাজের সুবাদে পরিবার-পরিজনকে ছেড়ে গোটা দেশ ঘুরে বেরিয়েছিলেন তিনি। কিন্তু দুর্গম পার্বত্য এলাকায় গিয়ে আর ঘরে ফেরা হলো না তার। কর্মরত অবস্থায় শুক্রবার গাড়িতে চলে যাওয়ার সময় পাহাড়ি পথের বাঁকে গাড়ি উল্টে গিয়ে মৃত্যু হয় ১৬ জন জওয়ানের। গোপীনাথ তাদের মধ্যেই একজন।

২০০১ সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন গোপীনাথ। বাবা, মা, স্ত্রী, ১১ বছরের ছেলে ভাই ও ভ্রাতৃবধু সহ ভরা সংসার তার। চলতি বছরে আগস্ট মাসে ছুটি কাটিয়ে ডিউটিতে ফিরেছিলেন গোপীনাথ। নতুন বছরের মার্চ মাসে বাঁকুড়া শহরের জুনবেদিয়ায় নতুন তৈরি হওয়া বাড়িতে গৃহপ্রবেশের কথা ছিল তার। কিন্তু শুক্রবারের দুর্ঘটনা সব সমীকরণ পাল্টে দিলো। সব শেষ হয়ে গেল বাড়ি ফেরা হলো না গোপীনাথের। শনিবার বাগডোগরা বিমানবন্দর হয়ে সড়কপথে তার দেহ এসে পৌঁছায় তার ভালুকায় গ্রামের বাড়িতে। গ্রামের ছেলের আকস্মিক মৃত্যুতে শোকোস্তব্ধ গোটা গ্রাম।

প্রসঙ্গত, শুক্রবার উত্তর সিকিমের চাটন থেকে থাংগু যাচ্ছিল ২০ জন সেনা জওয়ান ভর্তি তিনটি ট্রাকের সেনা কনভয়। জেমা এলাকায় খাদে গাড়ি উল্টে যায় গাড়ি। এই মর্মান্তিক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর তিনজন জুনিয়র কমিশন অফিসার সহ ১৬ জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছেন। খারাপ আবহাওয়ার কারণে পাহাড়ি পথে বাক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাড়া ঢালে ধাক্কা খায় সেনা ট্রাক, তারপরেই তার সোজা খাদে ছিটকে পড়ে যায়। এই দুর্ঘটনায় ওই ট্রাকে থাকার ১৬ জন সেনা জওয়ান এর ঘটনা স্থলে মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন চারজন। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।