Mohammedan SC: ব্ল্যাকপান্থারের দায়িত্ব নিতে কলকাতায় হাজির কিবু ভিকুনা

এই মরশুমের আইলিগ শুরুর আগে যে রকম প্রত‍্যাশা তৈরী হয়েছিল মহামেডানের (Mohammedan SC) কোচ আন্দ্রে চেরনিশভকে নিয়ে।তিনি সেই প্রত‍্যাশা পূরণ করতে পারেননি।ভালো দল পেয়েও প্রত‍্যাশিত…

Kibu Vicuna

এই মরশুমের আইলিগ শুরুর আগে যে রকম প্রত‍্যাশা তৈরী হয়েছিল মহামেডানের (Mohammedan SC) কোচ আন্দ্রে চেরনিশভকে নিয়ে।তিনি সেই প্রত‍্যাশা পূরণ করতে পারেননি।ভালো দল পেয়েও প্রত‍্যাশিত ফলাফল না দিতে পারায় তাকে কোচের পদ থেকে সরিয়ে দিয়েছিলো সাদা কালো ব্রিগেড।

চেরনিশভকে সরিয়ে চলতি আইলিগের মাঝপথে কলকাতা ময়দানের পরিক্ষিত বিদেশি কোচ কিবু ভিকুনার হাতে দায়িত্ব তুলে দিয়েছে মহামেডান স্পোর্টিংয়ের কর্মকর্তারা।আর সেই দায়িত্ব পালন করতেই, একপ্রকার চ‍্যালেঞ্জ নিতে শনিবার কলকাতায় হাজির হলেন সাদা কালো ব্রিগেডের এই স্প‍্যানিশ কোচ।

আন্দ্রে চেরনিশভকে ছাড়ার পর মহামেডান স্পোর্টিংয়ের পরবর্তী কোচ হিসেবে একাধিক নাম উঠে আসছিলো।এবং যে নামটা নিয়ে সবচেয়ে বেশী আলোচনা হয়েছিল তিনি হলেন কিবু ভিকুনা।এবার তার হাতে কেমন পারফরম্যান্স দেয় সাদা কালো ব্রিগেড,এখন সেটাই দেখার বিষয়।

মোহনবাগানকে পঞ্চম বারের মতো আইলিগ জিততে সাহায্য করেছিলো কিবু ভিকুনা,কিন্তু সবুজ মেরুনের কোচ হিসেবে শুরুতেই হোঁচট খান তিনি,তার কোচিংয়ে কলকাতা ফুটবল লিগে হতাশজনক পারফরম্যান্স দিয়েছিলো সবুজ মেরুন ব্রিগেড।এরপর আইলিগে দুর্দান্ত ভাবে ঘুরে দাড়িয়েছিলো তারা।

সেইবার মোহনবাগান দলটাকে সম্পূর্ণ ভিন্ন একটা ছন্দে বেঁধে ফেলেছিলো কিবু ভিকুনা,সেটা তিনি ছাড়া আর অন‍্য কারোর পক্ষে সম্ভব ছিলো না।এবং তার ফলেই আইলিগ চ‍্যাম্পিয়ান হয়েছিল সবুজ মেরুন ব্রিগেড।পরে আইএসএলে কেরালা ব্লাস্টার্সের দায়িত্বে আসেন কিবু,কিন্তু আশানুরূপ ফলাফল টা দিতে পারেননি।মহামেডান স্পোর্টিংয়ের আগে ডায়মন্ড হারবার এফসির কোচের পদে ছিলেন, সেখানেও দারুণ পারফরম্যান্স দিয়েছিলেন।এবার সাদা কালো ব্রিগেডের হয়ে কেমন পারফরম্যান্স দেন, এখন সেটাই দেখার বিষয়।