চিনে করোনার বাড়বাড়ন্তে চিন্তিত নয় প্রতিবেশি ভুটান

শিক্ষার হার কম তবে জনস্বাস্থ্য বিজ্ঞানে শক্তিশালী দেশ হিসেবে আগেই চিহ্নিত হয়েছে (Bhutan) ভুটান। সেই শক্তিতে করোনা (Coronavirus) মোকাবিলায় গত তিন বছর ধরে চমক তৈরি…

শিক্ষার হার কম তবে জনস্বাস্থ্য বিজ্ঞানে শক্তিশালী দেশ হিসেবে আগেই চিহ্নিত হয়েছে (Bhutan) ভুটান। সেই শক্তিতে করোনা (Coronavirus) মোকাবিলায় গত তিন বছর ধরে চমক তৈরি করা ‘ড্রাগনভূমি‘ এবারও করোনার সাথে যুদ্ধ করতে প্রস্তুত। চিন ও ভারতের মাঝে থাকা দেশ ভুটানের তরফে জানানো হয়েছে করোনায় ভয় নেই।

  • জনস্বাাস্থ্য রক্ষায় হাজার হাজার কমলা যোদ্ধা (orange fighters) তৈরি করেছে ভুটান সরকার।
  • কমলা যোদ্ধারা দেশটির সর্বত্র ছড়িয়ে আছে। তাদের অতি সক্রিয় উপস্থিতি ভারতের সীমান্তবর্তী এলাকায়
  • কমলা যোদ্ধাদের করোনা মোকাবিলায় বিশ্ব জুড়ে চমক তৈরি করেছে 

Bhutan government starting to prevent covid 19

পশ্চিমবঙ্গের প্রতিবেশি দেশ ভুটান। এই দেশটির সাথে পশ্চিমবঙ্গেরই বেশি যোগাযোগ। করোনার নতুন ভ্যারিয়েন্ট 𝐁𝐅.𝟕 সংত্রমণ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারও সতর্ক। এই সতর্কতার উপর নজর রেখে ভুটানের স্বাস্থ্যমন্ত্রক জানাল আপাতত তাদের দেশে করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ নেই। প্রতিটি জেলায় চলছে কড়া নজরদারি।

ভুটানের স্বাস্থ্যমন্ত্রী দেচেন ওয়াংমো (Dechen Wangmo) শনিবার থিম্পুতে বলেন, দেশজুড়ে টিকাকরণ খুবই ভালোভাবে হয়েছে। 𝐁𝐅.𝟕 সংক্রমণ প্রতিবেশি দেশ চিনে ছড়ালেও এরকম সংক্রমণ এখনও ভুটানে আসেনি।

ভুটানের জাতীয় সংবাদসংস্থা বিবিএস (BBS) জানাচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী করোনা মোকাবিলা সংক্রান্ত পরিকল্পনা খতিয়ে দেখেন। গত করোনা সংক্রমণের সময় যেমন কড়া নিয়ম জারি হয়েছিল প্রয়োজনে তেমন হবে। তবে এখনই নতুন সংক্রমণ নিয়ে চিন্তিত নয় ভুটান।

করোনা মোকাবিলায় ভুটান অনবদ্য ভূমিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নজর কেড়েছে। গোটা বিশ্বে যখন করোনায় মৃত্যু মিছিল চলছিল তখন একটানা দু বছর করোনায় মৃত্যুহীন দেশ হিসেবে বারবার আলোচিত হয়েছে ভুটান। জনস্বাস্থ্য বিজ্ঞানের বহুল প্রয়োগে নিজেদের রক্ষা করতে পেরেছে এই দেশ। একবারে শেষের দিকে এসে ভুটানে করোনায় মৃত্যু হয় ২১ জনের।

চিকিৎসা ও জনস্বাস্থ্য বিজ্ঞানের বিশ্লেষকরা বলছেন, ভুটানের সঙ্গে অতি ঘনিষ্ঠ প্রতিবেশি ভারতের পশ্চিমবঙ্গে করোনায় যখন মৃত্যুমিছিল চলছিল, তখন সব সীমান্ত বন্ধ করে নিজেদের পুরো বিচ্ছিন্ন করে দেয় ভুটান সরকার। এই কারণে করোনা সংক্রমণ ঠেকিয়ে রাখতে পেরেছে এই দেশ। সম্প্রতি তারা ফের সীমান্ত খুলেছে।