Bidyashagar Singh: কেরালা ব্লাস্টার্সে যোগ দিলেন বিদ্যাসাগর

বেঙ্গালুরু এফসি থেকে একবছরের লোনে কেরালা ব্লাস্টার্সে যোগদান করলেন ভারতের যুব স্ট্রাইকার বিদ্যাসাগর সিং (Bidyashagar Singh)৷ ২০২৩ সালের মে মাস অবধি তিনি চুক্তিবদ্ধ এই দক্ষিণের…

Bidyashagar Singh

বেঙ্গালুরু এফসি থেকে একবছরের লোনে কেরালা ব্লাস্টার্সে যোগদান করলেন ভারতের যুব স্ট্রাইকার বিদ্যাসাগর সিং (Bidyashagar Singh)৷ ২০২৩ সালের মে মাস অবধি তিনি চুক্তিবদ্ধ এই দক্ষিণের ক্লাবের সাথে।

Tiddim Road Atlhetic Union FC academy- এর ইউথ প্রোডাক্ট এই ফুটবলার তার কেরিয়ার শুরু করেছিলেন ২০১৬ সালে ইস্টবেঙ্গলের হয়ে। ইস্টবেঙ্গলের অনূর্ধ -১৮ দলকে ২০১৬ সালে অনূর্ধ -১৮ আইলিগের ফাইনালে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি৷ করেছিলেন ছয়টি গোল। এরপর ২০১৮ সালে তার সিনিয়র দলে সুযোগ হয়। সেখানে দুই মরশুম জুড়ে ১২ টা ম‍্যাচ খেলেছিলেন।

   

২০২০ সালে ট্রাউ’তে যোগদান করেন বিদ‍্যাসাগর৷ এটাই ছিল তার কেরিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট৷ সংশ্লিষ্ট ক্লাবের হয়ে ১৫ ম‍্যাচ খেলে ১২ টা গোল করেছিলেন। করেছিলেন দুটো হ‍্যাটট্রিক‍, ট্রাউ লিগে শেষ করে তিন নম্বর স্থানে। সেই বছর আইলিগের একাধিক শিরোপা নিজের দখলে করার পাশাপাশি বর্ষসেরা দলেও স্থান করে নিয়েছিলেন তিনি। এরপর বেঙ্গালুরু এফসি তাকে দলে নেয়।সেখানে সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে ১১ টা ম‍্যাচ খেলেছিলেন, করেছিলেন তিনটি গোল।

সৌরভ মন্ডল এবং ব্রাইস মিরান্ডার পর তৃতীয় ভারতীয় ফুটবলার হিসেবে বিদ্যাসাগরকে দলে নিল কেরালা।ইস্টবেঙ্গলের এই প্রাক্তন ফুটবলার আসায় কতোটা ধারালো হলো কেরালার আক্রমণ ভাগ, সেটা সময়’ই বলবে।