Birbhum: অনুব্রতর বাড়ি থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল CBI, এবার কোথায়?

মাত্র দশ মিনিট। তার পর হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন সিবিআই গোয়েন্দারা। এরপর তাদের গন্তব্য নিয়ে তীব্র আলোড়ন। সেই সঙ্গে প্রশ্ন, গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের…

anubrata mondal

মাত্র দশ মিনিট। তার পর হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন সিবিআই গোয়েন্দারা। এরপর তাদের গন্তব্য নিয়ে তীব্র আলোড়ন। সেই সঙ্গে প্রশ্ন, গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের কন্যাকে মাত্র দশ মিনিট জেরা করেছে সিবিআই। সুকন্যা কী এমন বলেছেন যে তড়িঘড়ি বোলপুরের নিচুপট্টি থেকে বেরিয়ে গেল গোয়েন্দারা?

গোরু পাচার মামলায় ধৃত তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাকে গ্রেফতারের পর সিবিআইয়ের নজর ছিল তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের দিকে। কারোন, শিক্ষিকা হয়েও কীভাবে কোটি কোটি টাকার সম্পত্তি করলেন সুকন্যা তা জানতেই আজ ভোরে বোলপুরে উপস্থিত হয় সিবিআইয়ের আধিকারিকরা।

বোলপুর গিয়ে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষককে জিজ্ঞাসাবাদের পর মাত্র ১০ মিনিটেড় জন্য অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়িতে এসেছিল সিবিআই। তারপর বেরিয়ে যায়।

সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের নামে কয়েক কোটি টাকা সম্পত্তির হদিশ মিলেছে। গরু পাচার মামলায় তার বয়ানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্রের খবর, বোলপুরে অনুব্রতের ব্যক্তিগত হিসাবরক্ষক মণীশের কাছে সুকন্যার সম্পত্তির হিসাব জানতে চেয়েছে সিবিআই। কারণ অনুব্রতর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশেষ অর্থ পাওয়া যায়নি। সেই সব অ্যাকাউন্টে তেমন লেনদেনও হয়নি। সুকন্যার নামে একাধিক কোম্পানি রয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। তাই হিসেব রক্ষকের কাছ থেকে একাধিক নথি সংগ্রহ করতে চায় সিবিআই।