Ram Navami Violence: রিষড়ায় রাজ্যপালের কড়া বার্তা, ‘কেউ ছাড় পাবে না’

রামনবমী শোভাযাত্রা ঘিরে সাম্প্রদায়িক সংঘর্ষের (Ram Navami Violence) জেরে রিষড়ায় জারি ১৪৪ ধারা। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে উত্তরবঙ্গ থেকে রিষড়া এসে কড়া বার্তা দিলেন রাজ্যপাল আনন্দ…

Ram Navami violence erupts in Bihar Sharif

রামনবমী শোভাযাত্রা ঘিরে সাম্প্রদায়িক সংঘর্ষের (Ram Navami Violence) জেরে রিষড়ায় জারি ১৪৪ ধারা। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে উত্তরবঙ্গ থেকে রিষড়া এসে কড়া বার্তা দিলেন রাজ্যপাল আনন্দ বোস। তিনি বলেছেন, যারা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করবেন, তাদের ছাড় দেওয়া হবে না। এদিকে হাওড়ার শিবপুরের পর হুগলির রিষড়ায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে গোষ্ঠি সংঘর্ষের জেরে প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানিয়েছেন, রিষড়ায় অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কাউকেই রেয়াত করা হবে। রাজ্যপাল স্পষ্ট করে জানিয়েছেন মানুষের শান্তিতে বাঁচারর অধিকার রয়েছে। যারা শান্তি বিঘ্নিত করবে, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। রাজ্যে শান্তিরক্ষা করতে সকলকে একজোট হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

রাজ্যপাল বলেন, গত কয়েকদিন ধরে যে সমস্ত ঘটনা ঘটছে, তা আমাদের সকলের জানা। আমরা কখনওই সাধারণ মানুষের স্বাধীনতা খর্ব করতে দেব না, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেব না। দুর্বৃত্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আমরা সকলে একসঙ্গে শান্তিরক্ষা করব। বাংলার মানুষ এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হবে না। যে কোনও মূল্যেই শান্তি নিশ্চিত করা হবে।