Ram Navami Violence: রিষড়ায় জারি ১৪৪ ধারা, ট্রেন না পেয়ে দুর্ভোগে যাত্রীরা

রামনবমী শোভাযাত্রা ঘিরে অশান্তির (Ram Navami Violence) পর সোমবারেও উত্তপ্ত হুগলির রিষড়া। রাতে একাধিক জায়গায় বোমাবাজি হয় বলে অভিযোগ।

Ram Navami Violence in Rishra - Image of Burning Vehicles and Police Personnel in Clash

রামনবমী শোভাযাত্রা ঘিরে অশান্তির (Ram Navami Violence) পর সোমবারেও উত্তপ্ত হুগলির রিষড়া। রাতে একাধিক জায়গায় বোমাবাজি হয় বলে অভিযোগ। যার জেরে মঙ্গলবার সকাল থেকে রিষড়ায় জারি হয়েছে ১৪৪ ধারা। একাধিক জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ। সকাল থেকে হাওড়া-ব্যান্ডেল শাখায় একাধিক ট্রেন বাতিল। দুর্ভোগে জনতা। উত্তরবঙ্গ সফর বাতিল করে কলকাতায় ফিরে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কোনওভাবেই দুষ্কৃতিদের দৌড়াত্ম্য বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি।

সোমবার রাতে রিষড়ার রেল স্টেশনের কাছে অশান্তি ছড়ায়। চন্দননগর কমিশনারেট, হুগলি গ্রামীণ পুলিশ, রেল পুলিশের যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকা জুড়ে টহল দিচ্ছে বিরাট পুলিশ।

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, কাশ্মীর ঠাণ্ডা হলে বাংলা কেন হবে না। তিনি রাজ্য্ সরকারের কঠোর সমালোচনা করেছেন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ,সবই পরিকল্পিত। বিজেপির ইন্ধনে হামলা হয়েছে। আর সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কটাক্ষ, দুর্নীতির তদন্তে রাজ্য সরকার জেরবার। বেকাররত্ব বাড়ছে। তাই তৃণমূল ও বিজেপি ধর্মের তাস খেলছে।