Bangladesh: ‘ঈদের আগে সব শ্যাস’…ঢাকা বঙ্গবাজারে ভয়াবহ আগুন

‘সব শ্যাস আর কিছু নাই…’ দূর থেকে আগুনের ভয়াবহ চেহারা দেখে আতঙ্কে কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা। কোটি কোটি টাকার সামগ্রী পুড়ে ছাই। সাম্প্রতিককালে এমন বিরাট অগ্নিকান্ড ঘটেনি বাংলাদেশে (Bangladesh)।

‘সব শ্যাস আর কিছু নাই…’ দূর থেকে আগুনের ভয়াবহ চেহারা দেখে আতঙ্কে কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা। কোটি কোটি টাকার সামগ্রী পুড়ে ছাই। সাম্প্রতিককালে এমন বিরাট অগ্নিকান্ড ঘটেনি বাংলাদেশে (Bangladesh)। আসন্ন ঈদের আগে সব পুড়ে ছাই হয়ে গেল ঢাকার বঙ্গবাজারে।

কোনওভাবেই বঙ্গবাজারে ধরে যাওয়া আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গুলিস্তানের এই বাজারটি পোশাক কারবারের জন কাপড়ের জন্য পরিচিত। ইতিমধ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়েছে আশেপাশের কয়েকটি ভবনে।

মঙ্গলবার ভোরের দিকে আগুন ধরে বঙ্গবাজারে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫০টিও বেশি ইউনিট নেমেছে। সেনা, নৌ ও বিমান বাহিনীর সাহায্যকারী দল নেমেছে। জল ছিটিযে আগুন নেভানোর কাজে নিযুক্ত আছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার। ঢাকার হাতিরঝিল থেকে জল এনে বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

অগ্নিকাণ্ডের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। আগুন বঙ্গবাজার মার্কেট থেকে পাশে এনেক্সকো ভবনসহ আরও দুটি মার্কেটে ছড়িয়ে পড়েছে।