Paschim Medinipur: সবংয়ে পুলিশকর্মীর গলায় বঁটি ঠেকিয়ে আসামী ছিনতাই

আসামী ছিনতাই। অসহায় পুলিশ। রক্ষীর গলায় বঁটি ঠেকিয়ে খুনের হুমকি। ভীত পুলিশের কিছুই করার ছিল না এরপর। অভিযোগ, আসামী ছিনতাই করা হলো এভাবেই। এমন রোমহর্ষক…

আসামী ছিনতাই। অসহায় পুলিশ। রক্ষীর গলায় বঁটি ঠেকিয়ে খুনের হুমকি। ভীত পুলিশের কিছুই করার ছিল না এরপর। অভিযোগ, আসামী ছিনতাই করা হলো এভাবেই। এমন রোমহর্ষক ঘটনায় (Paschim Medinipur) পশ্চিম মেদিনীপুরের সবং সরগরম।

রাজ্যে ফের আক্রান্ত আইনের রক্ষকরা। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের আক্রান্ত দাদরার পুলিশ। কোর্টের পরোয়ানা নিয়ে অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের উপর হামলা হয় বলে অভিযোগ। এক পুলিশ কর্মীর গলায় বটি ঠেকিয়ে আসামী ছিনতাই করা হয়েছে। এই ঘটনা ২৮ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। গ্রেফতার ৭ জন।

বিরোধীদের অভিযোগ, তৃ়নমূল সরকারের আমলে পুলিশের মনোবল একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। পুলিশকে দলদাস বানিয়ে তাদের ভূমিকা এমন করা হয়েছে যে সাধারণ মানুষও পুলিশের উপর আর ভরসা পান না। আর পুলিশকর্মীরা মনোবল হারিয়ে অকেজো।

সবংয়ে পুলিশের গলায় বঁটি ঠেকানোর ঘটনা তীব্র শোরগোল ফেলেছে। প্রাক্তন পুলিশ কর্মকর্তারা বলছেন গত বাম জমানায় এমনটা ছিল না। পুলিশ যথেষ্ট কর্মকুশল ছিল। তৃণমূল জমানায় রাজ্যে পুলিশের কর্মদক্ষতার চূড়ান্ত ঘাটতি শুরু হয়েছে।

গত কয়েকদিনে একের পর এক ঘটনায় বারবার পুলিশ আক্রান্ত। উত্তর ২৪ পরগনার ভাঙড়ে একটি অনুষ্ঠানে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা সরাসরি পুলিশকে ধমকান। কারণ, বাজি ফাটানো বন্ধ করতে বলেছিল পুলিশ। মুর্শিদাবাদে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ থামাতে গেলে পুলিশের উপর হামলা হয়। জলপাইগুড়ির ময়নাগুড়িতে মোবাইল চোর ধরতে গিয়ে পুলিশ কর্মী মার খেয়েছেন। থানায় ঢুকে পুলিশকে গানিগালাজ করেছিলেন প্রাক্তন তৃ়নমূল নেত্রী সোনালি গুহ। তিনি এখন বিজেপিতে আছেন।