Jiten Murmu: ইস্টবেঙ্গলের ড্র, জিতেনের ফর্মে নিশ্চিন্তে ভবানীপুর

ক্যালকাটা কাস্টমসকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের মগডালে যাওয়ার সুযোগ ছিল ইস্টবেঙ্গলের সামনে। ম্যাচ ড্র। কলকাতা ফুটবল লিগের অন্য ম্যাচে জয়লাভ করল ভবানীপুর এফসি। এই ম্যাচেও…

bhawanipur top of point chart after jiten murmu scored goal

ক্যালকাটা কাস্টমসকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের মগডালে যাওয়ার সুযোগ ছিল ইস্টবেঙ্গলের সামনে। ম্যাচ ড্র। কলকাতা ফুটবল লিগের অন্য ম্যাচে জয়লাভ করল ভবানীপুর এফসি। এই ম্যাচেও জিতেন মুর্মু (Jiten Murmu) করলেন গোল।

ডার্বির পরের ম্যাচেই আটকে গেল East Bengal

   

গোলের মধ্যে রয়েছেন জিতেন। এবারের কলকাতা ফুটবল লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে রয়েছেন তিনি। মঙ্গলবার চুঁচুড়ার মাঠে রেনবোর বিরুদ্ধে মাঠে নেমেছিল ভবানীপুর। চলতি প্রতিযোগিতায় রেনবো একটি ম্যাচে জিতলেও দলের খেলায় নেই ধারাবাহিকতা। গ্ৰুপ বি-এর পয়েন্ট তালিকার মাঝামাঝি জায়গায় রয়েছে দল। ভবানীপুর লিগ তালিকার শীর্ষে। ভবানীপুরের বিরুদ্ধে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন কিংশুক দেবনাথ, পঙ্কজ মৌলা, সাবিথ সত্যেনরা।

রেনবোর বিরুদ্ধে খেলা তৈরি করতে খুব একটা বেগ পেতে হচ্ছিল না ভবানীপুরকে। খেলার শুরু থেকে উইংকে কাজে লাগানোর চেষ্টা করেছিল ভবানীপুর। রেনবোর খেলা ছিল মূলত মাঝমাঠ কেন্দ্রিক। ভবানীপুরের বক্সের কাছে একাধিকবার পৌঁছেও গিয়েছিল তারা। রেনবোর খেলার গতি ছিল মন্থর। যার ফলে আক্রমণ তৈরি করলেও পজিশন নেওয়ার সময় পেয়ে যাচ্ছিলেন মদন মান্ডিরা।

বিরতির পরেও খেলার হালচাল খুব একটা বদলায়নি। প্রতিপক্ষের তুলনায় ভবানীপুরের খেলা ছিল অনেক সংঘবদ্ধ। তবে ম্যাচের প্রথম গোলটা এসেছিল কিছুটা অপ্রত্যাশিতভাবে। ৬৫ মিনিটে ভবানীপুরের হয়ে ডান প্রান্ত থেকে গোলমুখী আক্রমণ গড়ার চেষ্টা করছিল জিতেন মুর্মু। জিতেনের নেওয়া শটপ্রতিপক্ষ দলের ফুটবলারের মাথায় লেগে মাথায় লেগে জড়িয়ে যায় জালে।

Greg Stewart: স্কটিশ ক্লাবের স্কোয়াডে নেই গ্রেগ স্টুয়ার্টের নাম

৮১ মিনিট পূর্ণ হওয়ার কিছু আগে রেনবো ফুটবলারদের ভুলের সুযোগ নিয়ে বলের দখল চলে যায় ভবানীপুর ফুটবলারদের পায়ে। জিতেন দ্রুত চলে যান গোল করার মতো জায়গায়। ডিফেন্ডারকে এড়িয়ে করে যান দ্বিতীয় গোল। দলের জন্য নিশ্চিত করলেন তিনটি পয়েন্ট। পয়েন্ট তালিকার শীর্ষে রইল ভবানীপুর।