ডার্বি জয়ের হ্যাংওভার? মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করার পরের ম্যাচেই পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল (East Bengal)। নৈহাটি স্টেডিয়ামে লাল হলুদ ব্রিগেডকে রুখে দিল ক্যালকাটা কাস্টমস।
Mohun Bagan: আনোয়ার বিতর্কের মধ্যে মোহনবাগানের জরুরি নোটিশ
পরপর ম্যাচ জিতে এবারের কলকাতা ফুটবল লিগ অভিযান শুরু করেছিল ইস্টবেঙ্গল। মোহনবাগানের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয়। প্রতিযোগিতার শুরু থেকে ইস্টবেঙ্গলকে মনে হয়েছিল অপ্রতিরোধ। তবে ক্যালকাটা কাস্টমস হেলাফেলা করার মতো দল নয়। ইস্টবেঙ্গল যেমন ফর্মে রয়েছে, তেমনই ছন্দে ক্যালকাটা কাস্টমস।
খাতায় কলমে মঙ্গলবারের ম্যাচে ক্যালকাটা কাস্টমসের থেকে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। লাল হলুদ সমর্থকরা আশা করেছিলেন এই ম্যাচ থেকেও পুরো পয়েন্ট আদায় করতে পারবে দল। কিন্তু সেটা হল না। একটিও গোল হল না ম্যাচে। কাস্টমসের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হল বিনো জর্জের ছাত্রদের।
ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধেও শক্তিশালী দল নামিয়েছিল ইস্টবেঙ্গল। হীরা মন্ডল, মনোতোষ চাকলাদার, তন্ময় দাসদের রেখেই প্রথম একাদশ সাজিয়েছিলেন ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের প্রশিক্ষক। ইস্টবেঙ্গলের ফুটবলাররা নিজেদের স্বাভাবিক খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। নিজেদের মধ্যে গ্রাউন্ড পাস খেলে মাঝ মাঠের দখল নিতে চেয়েছিল লাল হলুদ ব্রিগেড।
FT | A stalemate in Naihati.#JoyEastBengal #EmamiEastBengal #CFL pic.twitter.com/53gC748xx6
— East Bengal FC (@eastbengal_fc) July 16, 2024
Greg Stewart: স্কটিশ ক্লাবের স্কোয়াডে নেই গ্রেগ স্টুয়ার্টের নাম
বড় দলের বিরুদ্ধে গুটিয়ে থাকেনি ক্যালকাটা কাস্টমস। বরং ইস্টবেঙ্গলকে চাপে ফেলার জন্য তারাও তুলে আনতে শুরু করেছিল আক্রমণ। আদায় করে নিয়েছিল ফ্রি কিক। ইস্টবেঙ্গলের পক্ষ থেকেও গোল করার জন্য চেষ্টা চালানো হয়েছিল, কিন্তু সাফল্য আসেনি। অ্যাটাকিং থার্ডে গিয়ে দুই দলের খেলা খেই হারিয়েছে এদিনের ম্যাচে। যার ফলে নব্বই মিনিট শেষে স্কোরলাইন ০-০।