Bhawanipore FC: জিতেন মুর্মুর গোলে দ্বিতীয় স্থানে ভবানীপুর

তৃতীয় ডিভিশনের আই লীগে (Third Division I-League) ভালো পারফরম্যান্স করছে পশ্চিমবঙ্গের ক্লাবগুলো। শীর্ষ স্থান দখল করে ডায়মন্ড হারবার এফসি আগেই খবরের পাতায় জায়গা করে নিয়েছিল।…

Bhawanipore FC

তৃতীয় ডিভিশনের আই লীগে (Third Division I-League) ভালো পারফরম্যান্স করছে পশ্চিমবঙ্গের ক্লাবগুলো। শীর্ষ স্থান দখল করে ডায়মন্ড হারবার এফসি আগেই খবরের পাতায় জায়গা করে নিয়েছিল। এবার জরুরি পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থানে উঠে এল ভবানীপুর এফসি (Bhawanipore FC)।

আরও পড়ুন: Letter Against Referee: রেফারি ক্রিস্টাল জনের বিরুদ্ধে মোহনবাগানের চিঠি! 

শুরু হয়ে গিয়েছে এবারের তৃতীয় ডিভিশনের আই লীগ। পাঁচটি গ্রুপে ভাগ করে চলছে টুর্নামেন্ট। প্রতি গ্রুপে রয়েছে পাঁচটি করে ক্লাব। আজ রামকৃষ্ণ মিশন স্পোর্টস কমপ্লেক্সে কেরালা ইউনাইটেড ফুটবল ক্লাবের বিরুদ্ধে মাঠে নেমেছিল ভবানীপুর। কেরালা ইউনাইটেড বরাবর প্রতিভা সম্পন্ন দল গড়ার জন্য পরিচিত। অন্য ভবানীপুরের দলে বেশিরভাগ নামকরা ফুটবলার।

jiten murmu

আরও পড়ুন: Mohun Bagan: চোট সারিয়ে পরের ম্যাচেই মাঠে ফিরতে পারেন বাগানের দুই তারকা 

ম্যাচের শুরুতে ০-২ গোলের ব্যবধানে পিছিয়ে পড়েছিল ভবানীপুর এফসি। ম্যাচ শুরু হওয়ার দশ মিনিটের মধ্যে মহম্মদ নৌফলের গোলে এগিয়ে গিয়েছিল কেরালা ইউনাইটেড ফুটবল ক্লাব। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে উইলিয়াম লালনুনফেলা। প্রথমার্ধ শেষ হওয়ার একটু আগে একটি গোল পরিশোধ করে ভবানীপুর। বিক্রম প্রধানের গোল ব্যবধান কমিয়েছিল কলকাতার এই ক্লাব।

আরও পড়ুন: Pro Kabaddi League: টানা দ্বিতীয় ম্যাচ জিতে ছুটছে পুনেরি পল্টন 

বিরতির পর হল আরও তিন গোল। যার মধ্যে দুটি ভবানীপুরের, একটি গোল কেরালা ইউনাইটেডের। ৬৪ মিনিটে গোল করে স্কোরলাইন ২-২ করেন ভবানীপুরের সাবিথ সত্যেন। এরপর ম্যাচে ফের এগিয়ে যায় কেরালা ইউনাইটেড। ইউনাইটেডের হয়ে তৃতীয় গোল আর এডাকাভিলের। এই গোল হওয়ার মিনিট পাঁচেকের মধ্যে ফের গোল। ৭৯ মিনিটে ভবানীপুরের পক্ষে স্কোরলাইন ৩-৩ করেন জিতেন মুর্মু। এরপর আর কোনো পক্ষ গোল করতে পারেনি। গোলের পাশাপাশি প্রচুর হলুদ কার্ড হয়েছে এই ম্যাচে। সপ্তম ম্যাচ শেষে গ্রুপ ই-এর দ্বিতীয় স্থানে ভবানীপুর এফসি (৪ ম্যাচে ৭ পয়েন্ট)। প্রথম স্থানে কেরালা ইউনাইটেড (৪ ম্যাচে ৮ পয়েন্ট)।