Mohun Bagan: মোহনবাগানকে চাপে ফেললেন জিতেন মুর্মু

জ্বলে উঠলেন জিতেন মুর্মু (Jiten Murmu)। চাপের মধ্যে করলেন গোল। মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan) এগিয়ে যাওয়ার পর গোলোকে ভবানীপুরকে সমতায় ফেরান জিতেন। Mohun Bagan:…

Jiten Murmu

জ্বলে উঠলেন জিতেন মুর্মু (Jiten Murmu)। চাপের মধ্যে করলেন গোল। মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan) এগিয়ে যাওয়ার পর গোলোকে ভবানীপুরকে সমতায় ফেরান জিতেন।

Mohun Bagan: মোহনবাগানের হয়ে ফ্রি-কিক থেকে গোল করলেন শিবাজিৎ

   

ব্যারাকপুরের বৃষ্টি ভেজা মাঠে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট ও ভবানীপুর। এবারের কলকাতা ফুটবল লিগে এটাই সবুজ মেরুন ব্রিগেডের প্রথম ম্যাচ। শুরু থেকে পাসিং ফুটবল খেলে গোল তুলে নেওয়ার চেষ্টা করেছিল দুই দল। প্রথমে গোল তুলে নিয়েছিল মোহনবাগান। বাগানকে এগিয়ে দিয়েছিলেন শিবাজিৎ সিং। পরে সমতায় ফেরে ভবানীপুর। জিতেন মুর্মু স্কোরলাইন করেন ১-১।

প্রত্যাশা মতো এবারের কলকাতা ফুটবল লিগেও মোহনবাগান তাদের রিজার্ভ দল খেলাচ্ছে। ভবানীপুরের হেভিওয়েট দলের বিরুদ্ধে বাগানের রিজার্ভ দল শুরু থেকেই আধিপত্য বজায় রেখে খেলার চেষ্টা করেছে। নিজেদের মধ্যে পাস খেলে আক্রমণ উঠে যাওয়ার পরিকল্পনা নিয়েছিল সবুজ মেরুন ব্রিগেড।

ম্যাচের ৬ মিনিটের মাথায় ফাউল করে বসে ভবানীপুর। নিজেদের বক্সের একটু বাইরে হয় ফাউল। ফ্রি কিকের সিদ্ধান্ত দেন রেফারি। এই সিদ্ধান্তে অখুশি দেখিয়েছে ভবানীপুরের কোচ-ফুটবলারকে। সিদ্ধান্ত বদল হয়নি। ফ্রি কিক থেকে গোল করে যান বাগানের শিবাজিৎ সিং। রাইট পোস্ট লক্ষ্য করে নেওয়া শট জড়িয়ে যায় জালে।

Dipesh Murmu: ব্যাক টু ব্যাক ম্যাচে গোল পাচ্ছেন দীপেশ, বাড়িয়েছেন প্রত্যাশা

ম্যাচের দ্বিতীয় গোল আসে আঠাশ মিনিট হওয়ার আগে। থ্রো পেয়েছিল ভবানীপুর। সেখান থেকে নিজেদের মধ্যে একটি পাস খেলে মোহনবাগান বক্সের উদ্দেশ্যে ভাসিয়ে দেওয়া হয় বল। বক্সে বাগানের দুই ডিফেন্ডার উপস্থিত থাকলেও বলের জন্য সময় মতো ঝাঁপাতে পারেননি। সেই সুযোগটি কাজে লাগলেন অভিজ্ঞ জিএন মুর্মু। তাঁর কাছে চলে যায় বল। গোল করতে ভুল করেননি জিতেন।