Dipesh Murmu: ব্যাক টু ব্যাক ম্যাচে গোল পাচ্ছেন দীপেশ, বাড়িয়েছেন প্রত্যাশা

আগের ম্যাচে বিশ্বমানের গোল করেও জেতাতে পারেননি দলকে। পরের ম্যাচেও গোল করলেন। এবার তাঁর কোরা গোলেই জয় পেল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। কলকাতা ফুটবল লিগ ২০২৪-এর…

Dipesh Murmu

আগের ম্যাচে বিশ্বমানের গোল করেও জেতাতে পারেননি দলকে। পরের ম্যাচেও গোল করলেন। এবার তাঁর কোরা গোলেই জয় পেল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। কলকাতা ফুটবল লিগ ২০২৪-এর ব্যাক টু ব্যাক ম্যাচ গোল পেলেন দীপেশ মুর্মু (Dipesh Murmu)।

   

Mohun Bagan vs East Bengal: কোন দলে ক’জন বাঙালি ফুটবলার?

গত মরসুমে রেকর্ড সময়ে হ্যাটট্রিক করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন দীপেশ মুর্মু। এবারের মরসুমে সেই ফর্ম বজায় রেখেছেন। পরপর ম্যাচে পেয়েছেন গোল। ইউনাইটেড স্পোর্টসের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার হয়ে উঠেছেন সময়ের সঙ্গে। সোমবার কলকাতা ফুটবল লিগের ম্যাচে ইউনাইটেড স্পোর্টস মাঠে নেমেছিল এরিয়ানের বিরুদ্ধে। এরিয়ান এবারের সিএফএল অভিযান শুরু করেছিলেন বড় ব্যবধানে জিতে।

স্বাভাবিকভাবেই ইউনিটেডের বিরুদ্ধে ম্যাচেও জোর টক্কর আশা করা হয়েছিল। স্কোরলাইনের বিচারে ম্যাচ হয়েছে তুল্যমূল্য। শেষ পর্যন্ত ১-২ ব্যবধানে পরাজিত এরিয়ান। দীপেশ মুর্মুর করা গোলেব্যবধানে দ্বিগুন করেছিল ইউনাইটেড স্পোর্টস। এরিয়ান পরে একটা গোল শোধ করেছিল। তাতে পরাজয় ঠেকানো যায়নি।

ভেজা মাঠে কাজে লাগতে পারে রহিম নবির বলা টোটকা

বাম প্রান্ত থেকে বাড়ানো পাস থেকে জালে বল জড়াতে ভুল করেননি দীপেশ। নিখুঁত ফিনিশিং। এর আগে কিবু ভিকুনার ডায়মন্ড হারবারের বিরুদ্ধে দুরন্ত গোল করেছিলেন দীপেশ। মাঝ মাঠের ডান প্রান্তে বল পেয়ে গিয়েছিলেন দীপেশ। বল পায়ে কিছুটা এগিয়ে চকিতে নেন শট। প্রতিপক্ষের বক্সের বেশ কিছুটা বাইরে থেকে শট নিয়েছিলেন। প্রতিপক্ষ দলের গোলকিপার চেষ্টা করেও বল আটকাতে পারেননি। গোল পেয়ে যান দীপেশ। কলকাতা ফুটবল লিগ ২০২৪ সবে শুরু হয়েছে। আগামী ম্যাচগুলোতে দীপেশ আরও গোল করুক, চাইবেন বাংলার ফুটবল প্রেমীরা।