Bengaluru FC: ফাইনালে ওঠার পর মুম্বই ম্যাচ নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য সাইমনের

আইএসএল সেমিফাইনালের দ্বিতীয় লেগে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) মুখোমুখি হয়েছিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)।

Simon Grayson

গতকাল টানটান উত্তেজনায় ভরপুর এক সেমিফাইনালের সাক্ষী থেকেছে কান্তিরাভা স্টেডিয়াম। যেখানে আইএসএল সেমিফাইনালের দ্বিতীয় লেগে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) মুখোমুখি হয়েছিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। প্রথম লেগে সুনীল গোলে সহজ জয় তুলে নিয়েছিল বেঙ্গালুরু।

তবে গতকাল মুম্বাইকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করতে প্রচন্ড বেগ পেতে হয় তাদের। প্রথম জাভি হার্নান্দেজের গোলে এগিয়ে থাকলেও তা বজায় রাখা সম্ভব হয়নি সাইমনের (Simon Grayson) পক্ষে। কিছু সময় পরেই ম্যাচের সমতা ফেরায় স্টুয়ার্ডের মুম্বাই। তারপরে মেহতাব সিংয়ের গোলে ২-১ ব্যাবধানে এগিয়ে থেকে ৯০ মিনিট শেষ করে রনবীর কাপুরের এই দল।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

শেষ রক্ষা হল না মুম্বাই ব্রিগেডের (Mumbai City FC)। নির্ধারিত সময়ে ২-১ ব্যাবধানে এগিয়ে থাকলেও সাডেন ডেথ এ গিয়ে ৯-৮ গোলে বাজিমাত বেঙ্গালুরুর (Bengaluru FC)।

তবে গত ম্যাচে ১-০ গোলে বেঙ্গালুরুর জয় থাকায় খেলার ফলাফল গিয়ে দাঁড়ায় ২-২ গোলে। যারফলে, অতিরিক্ত সময়ে খেলা গড়ায়। তবে সেখানে ও ফলাফলের খুব একটা বদল না থাকায় ম্যাচ চলে যায় ট্রাইবেকারে। সেখানে ও অদ্ভুতভাবে ম্যাচের ফলাফল গিয়ে দাঁড়ায় ৫-৫ গোলে। তারপর সাডেন ডেথ এ ম্যাচ জেতেই ৯-৮ গোলে ফের জয় নিশ্চিত করে সুনীল ব্রিগেড।

পাশাপাশি এবারের আইএসএল ফাইনালে ও সুযোগ করে নেয় তারা। যা নিয়ে রীতিমতো উচ্ছসিত বেঙ্গালুরু কোচ। তিনি বলেন, আমরা শুরুর দিকটা যথেষ্ট ভালো করেছিলাম। মূলত আমাদের ভুলেই প্রতিপক্ষ শিবির পেনাল্টি পেয়ে যায়। তবে দলের সবাই কে বুঝিয়ে ছিলাম পরিস্থিতি যেমন ই হোক না কেন মানসিকভাবে যথেষ্ট শক্তিশালী থাকতে হবে। তবে আমাদের মাঝমাঠ যথেষ্ট ভালো কাজ করেছে। প্রত্যেক সময় প্রতিপক্ষ কে চাপে রেখেছে।

এছাড়াও তিনি আরো বলেন, দুটো দলই জেতার মরিয়া চেষ্টা করেছে। তবে ট্রাইবেকারে অনায়াসেই সব কিছু বদলে যেতে পারে। কখন কে ম্যাচের নায়ক হয়ে যাবে কিংবা খলনায়ক হয়ে যাবে তা বোঝা মুশকিল। তবে গুরপ্রীত যথেষ্ট ভালো কিছু সেভ করেছে। এখন ফাইনালে ভালো খেলে কাপ জেতাই আমাদের মূল লক্ষ্য। আজ নিজেদের ঘরের মাঠে সেমির দ্বিতীয় লেগ খেলবে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ হায়দরাবাদ। আজ রাতেই চূড়ান্ত হয়ে যাবে, আগমী ফাইনালে কাদের মুখোমুখি হবে রয়কৃষ্ণা ব্রিগেড।