Hyderabad FC: কলকাতার মোহনবাগান সমর্থকদের বড্ড ভয় পাচ্ছেন হায়দরাবাদ কোচ

ফেরেন্দোর পরিকল্পনা অনুযায়ী নিজামের শহরে ম্যাচ অমীমাংসিত রেখেই ঘরে ফিরেছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ম্যাচের শুরু থেকেই হায়দরাবাদের (Hyderabad FC )

Hyderabad FC coach Manuel Marquez

ফেরেন্দোর পরিকল্পনা অনুযায়ী নিজামের শহরে ম্যাচ অমীমাংসিত রেখেই ঘরে ফিরেছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ম্যাচের শুরু থেকেই হায়দরাবাদের (Hyderabad FC ) খেলোয়াড়রা একাধিক সুযোগ পেলেও শেষ পর্যন্ত বিশাল কাইথের সামনে আটকে গিয়েছিল সকলেই। যারফলে, ব্যাপক জন সমর্থন নিয়ে ও ম্যাচ শেষে কার্যত ব্যাকফুটে থাকতে হয়েছিল মানোলো মার্কুইজ ব্রিগেডকে। আজ আইএসএল সেমিফাইনালের দ্বিতীয় লেগ।

এবার ঘরের মাঠে হায়দরাবাদের বিপক্ষে লড়াই করবে এটিকে মোহনবাগান শিবির। যারফলে কিছুটা হলেও বাড়তি অ্যাডভান্টেজ পেতে চলেছে প্রীতমরা। এই নিয়ে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাগানের হেডস্যার বলেন, এটিকে মোহনবাগান অতিরিক্ত সময়ে পর্যন্ত খেলার জন্য মাঠে নামে না। নির্ধারিত সময় কে কাজে লাগিয়েই ম্যাচ রাশ নিজেদের দিকে নিতে চাইবে দল। আরও বলেন গত বৃহস্পতিবারের ম্যাচের থেকে অনেকটাই আলাদা এই ম্যাচ। কারণ এবার জিতলে সোজা ফাইনাল খেলবে দল। তাই সবদিক বিবেচনা করেই নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের জয় নিশ্চিত করা নিয়ে যথেষ্ট আশাবাদী থাকতে দেখা যায় ফেরেন্দো কে।

অন্যদিকে মাঠের দর্শকরা যে একটা বিরাট ফ্যাক্টর তা স্বীকার করছেন হায়দরাবাদ কোচ মানালো মার্কুই (Hyderabad FC coach Manuel Marquez)। আজকের ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মোহনবাগান নিজের ঘরের মাঠে লড়াই করবে। যেখানে কম করে হলেও হাজার পঞ্চাশ সমর্থকদের সমর্থন থাকবে। যা বিরাট বড় অ্যাডভান্টেজ হতে পারে দলের ক্ষেত্রে। তাছাড়া নিজেদের মাঠে ওরা বরাবরই অন্যরকম খেলে থাকে। তাই গত ম্যাচে যেমন ওরা পরাজিত না হওয়ার মনোভাব নিয়ে এসেছিল। সেটা কিন্তু ঘরের মাঠে আর থাকবে না। তবে আমাদের ছেলেরা ও ছেড়ে দেওয়ার পাত্র নয়। আজকের ম্যাচ জিতে ফাইনালে ওঠার জন্য ওরা যথেষ্ট মুখিয়ে আছে। তাছাড়া আমরাও কিন্তু অ্যাওয়ে ম্যাচ যথেষ্ট ভালো খেলি। তাই আত্মবিশ্বাস নিয়েই আজ আমাদের ছেলেরা মাঠে নামবে।

তবে সবুজ-মেরুন শিবিরে আজ সকলেরই নজর থাকবে হায়দরাবাদের অন্যতম তারকা ওগবেচে কে নিয়ে। তবে গত ম্যাচে আধঘণ্টা মাঠে থেকে খুব একটা সক্রিয় না হলেও আজ যে নিজের সেরাটা দেওয়ার জন্যই মাঠে নামবে তা সকলেই জানে। তবে সুযোগ পেলে ওগবেচে যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আগে থেকেই আন্দাজ করতে পারছেন কোচ হুয়ান ফেরেন্দো।

সেইমতো আজকের ম্যাচের জন্য দলকে বাড়তি সতর্ক থাকার নির্দেশ ও দেওয়া হতে পারে তার তরফ থেকে। তাছাড়া আজ নির্ধারিত সময়ে জয় তুলে নেওয়ার লক্ষ্যে সবুজ-মেরুন শিবির মাঠে নামলে ও পাল্টা আক্রমন যে উঠে আসবে হায়দরাবাদের তরফ থেকে সে ব্যাপারে ও যথেষ্ট সাবধানী এই স্প্যানিশ কোচ। তাই দলের রক্ষন সামলাতে আজ বাড়তি দায়িত্ব নিতে হবে প্রীতমদের। তবে ঘরের মাঠে খেলার অ্যাডভান্টেজ আদৌ কাজে লাগাতে পারবে এটিকে মোহনবাগান? এখন সেটাই বড় প্রশ্ন।