রয় কৃষ্ণাদের বিরুদ্ধে পজিটিভ ফুটবলের আশ্বাস কনস্টাটাইনের

চার ম্যাচ হেরে যাওয়ার পরেও টিম ঘুরে দাঁড়াবে,পজিটিভ ফুটবল খেলবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামার আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এমনটাই জানাল ইস্টবেঙ্গল এফসির হেডকোচ…

Stephen Constantine, the head coach of East Bengal Club, during a football match

চার ম্যাচ হেরে যাওয়ার পরেও টিম ঘুরে দাঁড়াবে,পজিটিভ ফুটবল খেলবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামার আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এমনটাই জানাল ইস্টবেঙ্গল এফসির হেডকোচ স্টিফেন কনস্টাটাইন।২০২২-২৩ ইন্ডিয়ান সুপার লিগ সেশনে ইস্টবেঙ্গল টিম একটি মাত্র ম্যাচে জয় পেয়েছে,নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে।

চলতি টুর্নামেন্টের প্রথম লেগের ডার্বি ম্যাচের আগে হাইল্যান্ডারদের বিরুদ্ধে জয় বাড়তি অক্সিজেন জুগিয়েছিল লাল হলুদ স্কোয়াড এবং ভক্তদের মধ্যে।কিন্তু হাইপ্রেসার পিচে ইস্টবেঙ্গল এফসি হেরে গিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ATKমোহনবাগানের কাছে।সঙ্গে টানা ৭ ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন।

গত দুই ISL সেশনে ইস্টবেঙ্গল লিগ টেবলে শেষ পজিশনে নিজেদের টাইটেলশিপ অভিযান শেষ করেছে।এই প্রসঙ্গে লাল হলুদ কোচ কনস্টাটাইন বলেন,”আমি এসেছি কারণ আমি ইস্টবেঙ্গলকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে যোগ্যতা আছে। আমি বিশ্বাস করি আমরা আবার দুর্দান্ত হতে পারব।” অর্থাৎ দল জয়ের উইনিং ট্র‍্যাকে ফিরে আসবে এবং টুর্নামেন্টে ঘুরে দাঁড়াবে চার ম্যাচ হারের পর এমনই আত্মবিশ্বাস ঝড়ে পড়ছিল কনস্টাটাইনের বক্তব্য থেকে।

প্রিয় দল একের পর এক ম্যাচ হেরে যাওয়ার কারণে লাল হলুদ সমর্থকদের ‘চোখের বালি’ ইস্টবেঙ্গল হেডকোচ স্টিফেন কনস্টাটাইন।ভক্তরা তার ফুটবল বোধ নিয়ে লাগাতার কাটাছেড়া করে চলেছে।আর এই সমালোচনার সুনামির মাঝে পড়ে

কনস্টাটাইন ভক্তদের সেশনের শুরু থেকেই একই কথা আউড়ে চলেছেন ভক্তদের ধৈহ্য ধরতে হবে,এটা নতুন টিম,নতুন সেটআপ,উন্নতির জন্য ধৈহ্য ধরতে হবে।এদিনও রয় কৃষ্ণ, সুনীল ছেত্রীদের বিরুদ্ধে নামার আগে স্টিফেন কনস্টাটাইন আবারও লাল হলুদ ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে বলেন,”কিন্তু আমাদের অনেক কাজ করার আছে।এটা (উন্নতি) রাতারাতি হবে না।”

২০২২-২৩ ফুটবল মরসুমে ইস্টবেঙ্গল এফসির কোচিং’র দায়িত্ব নেওয়ার সময় থেকেই স্টিফেন কনস্টাটাইনের এই বক্তব্য শুনে শুনে লাল হলুদ ভক্তদের কান পচে গিয়েছে,এখন তারা শুধুই প্রিয় দলের জয় দেখতে চায় সঙ্গে পারফরম্যান্সে ধারাবাহিকতা দেখতে চায়।কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের এখন পিচে যা পারফরম্যান্সের তা ভক্তদের এমন প্রত্যাশা বাস্তবের পিচে দাঁড়িয়ে শত যোজন দূরে অবস্থান করছে।