স্বামী-স্ত্রীয়ের সম্পর্কে আপনি কখনো ভাবতে পারেন, স্ত্রীয়ের গান ভালোলাগা কখনো দাম্পত্য জীবনের দূরত্ব সৃষ্টি করতে পারে। আর এই গান ভালোলাগা কিংবা স্ত্রীর অন্য মানসিকতার মানুষ হওয়ার জন্য কী সেই সম্পর্কে বিভিন্ন টালমাটাল করা দিক সৃষ্টি হতে পারে। আর সেই সম্পর্কের মাঝেই খানিক অযাচিতভাবেই নিঃশব্দে চলে আসে এমন এক ব্যক্তি যার ফলে কিনা স্বাভাবিকভাবেই স্বামী-স্ত্রীর সম্পর্কে ভাঙ্গন দেখা দেয়। এই ধরনের এক সাধারন গল্প নিয়েই অসাধারণের মাত্রা যোগ করতে আসছে অরিত্র সেনের পরিচালনায় পরবর্তী সিনেমা(tollywood cinema) ‘ঘরে ফেরার গান’।
সবেমাত্র মুক্তি পেয়েছে এই সিনেমার ট্রেলার এবং চলতি বছরের চলতি মাসের ২৫ তারিখে মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। সিনেমাটির ট্রেলার দেখে বুঝতে পারা যাচ্ছে যে, একটি কলকাতা শহরতলীর মেয়ে বিয়ের পর স্বামীর কাজের সূত্রে লন্ডনে বসবাস করে কিন্তু পরবর্তীকালে দেখতে পাওয়া যাচ্ছে স্বামী ও শাশুড়ির চাপে বৈদেশিক জীবনের সাথে দ্রুত মানিয়ে উঠতে পারছে না। এমন সময়ে মেয়েটির জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে চুপিসারে তারপরেই নানা ধরনের জটলা সৃষ্টি হয়। বাস্তবকে কেন্দ্র করে এই ধরনের গল্প বাঙালি সিনেমা প্রেমীদের ঠিক কতটা মনে দাগ কাটতে পারে এখনই তা দেখার বিষয়। এই সিনেমায় মুখ্য ভূমিকা অভিনয় করেছে পরমব্রত চ্যাটার্জী, ইশা সাহা, গৌরব চ্যাটার্জী ও রেশমি সেন।