‘পুস্পা ২’ এর দ্বিতীয় গান ‘আঙ্গারণ’ এর মুক্তির আগে, সেই গানের একটি পোস্টার মুক্তি দিয়ে দর্শকদের চমকে দিয়েছেন ‘পুস্পা ২’ এর নির্মাতারা। নতুন পোস্টারে চলচ্চিত্রের প্রধান জুটি আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানাকে একসঙ্গে ডান্স ফ্লোরে দেখা যাচ্ছে। আল্লু অর্জুনকে কেজুয়াল পোশাকে দেখা যাচ্ছে এবং রষ্মিকাকে ফিউশন শাড়ীতে।
তার সমাজমাধ্যমে পোস্টারটি শেয়ার করে, বুধবার ১১:০৭ নাগাদ গানটি মুক্তির কথা ঘোষণা করেন রাশমিকা। গত সপ্তাহে এই গানের একটি ক্লিপ প্রকাশ করেছিলেন অভিনেত্রী এবং জানিয়েছিলেন যে পুষ্পা এবং শ্রীবল্লী একটি গানের মাধ্যমে ফিরবে।
‘পুস্পা- দ্য রুল’ চলচ্চিত্রের পরিচালনা করেছেন সুকুমার। মিথ্রি মুভি মেকারস-এর নবীন ইয়েরনেনি এবং ওয়াই রবি শঙ্কর ছবিটির প্রযোজনা করেছেন, এবং সহ-প্রযোজনার দায়িত্বে ছিল সুকুমার রাইটিংস। ছবিটি এ বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আল্লু অর্জুন গত বছর ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানে ‘পুষ্পা: দা রাইস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন।