Santosh Trophy : ফের গোল করলেন বাগান ফরোয়ার্ড, সেমিফাইনালে বাংলা

ফের জোড়া গোল করলেন ফারদিন আলি মোল্লা। রাজস্থানের বিরুদ্ধে (Santosh Trophy) গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে জেতালেন দলকে। রবিবার রাজস্থানের বিরুদ্ধে বাংলার স্কোরলাইন ০-৩। ফারদিনের জোড়া…

ফের জোড়া গোল করলেন ফারদিন আলি মোল্লা। রাজস্থানের বিরুদ্ধে (Santosh Trophy) গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে জেতালেন দলকে। রবিবার রাজস্থানের বিরুদ্ধে বাংলার স্কোরলাইন ০-৩। ফারদিনের জোড়া গোল।

সন্তোষ ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করার জন্য এদিনের ম্যাচ থেকে পয়েন্ট নিশ্চিত করা ছিল বাংলার জন্য আবশ্যক। রঞ্জন ভট্টাচার্যর দল সেই লক্ষ্যে নেমেছিলেন এদিন। তবে কেবল রক্ষণের সাহায্য না নিয়ে আক্রমণের পথে হেঁটেছিল তাঁর দল। সেই পথে সফল বাংলা।

Santosh Trophy
ম্যাচ সেরার পুরস্কার হাতে ফারদিন আলি মোল্লা।

মেঘালয়ের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জিতেছিল দল। সেই ম্যাচেও জোড়া গোল করেছিলেন ফারদিন। যিনি এটিকে মোহন বাগানের একজন ফুটবলার। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে পরের ম্যাচেও এই ফর্ম ধরে রাখবেন তিনি। রাখলেনও।

রাজস্থানকে হারিয়ে সন্তোষ ট্রফির সেমিফাইনালে প্রবেশ করল বাংলা। দু’টি গোল এটিকে মোহন বাগান ফরোয়ার্ডের। ম্যাচ শেষে তিনি বলেছেন, “দলের হয়ে গোল করে খুব ভালো লাগছে।” কোচ মনোরঞ্জন ভট্টাচার্যর কথায়, “জেতার লক্ষ্য নিয়ে আমরা মাঠে নেমেছিলাম। সেই লক্ষ্যে সফল হয়েছি।”