BJP: আগুন ধরালেন তথাগত, বঙ্গ বিজেপিতে লঙ্কাকাণ্ড বাঁধালেন দিলীপ-সুকান্ত

বিরোধী দল বিজেপিতে (BJP) ধুন্ধুমার। মুচকি হাসছে শাসক দল তৃণমূল কংগ্রেস। জল মাপছে বিরোধী শক্তিতে উঠে আসা সিপিআইএম। সবপক্ষের এক জবাব যা আগুন ধরাবার ধরিয়েছেন…

WB Bjp internal chaos again creat political debet

বিরোধী দল বিজেপিতে (BJP) ধুন্ধুমার। মুচকি হাসছে শাসক দল তৃণমূল কংগ্রেস। জল মাপছে বিরোধী শক্তিতে উঠে আসা সিপিআইএম। সবপক্ষের এক জবাব যা আগুন ধরাবার ধরিয়েছেন তথাগত রায়। এবার লঙ্কাকাণ্ড বাঁধাচ্ছেন শীর্ষ দুই নেতা দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার।

বঙ্গ বিজেপিতে শুরু হল দিলীপ-সুকান্তর অভিজ্ঞতার তরজা। দিলীপ ঘোষকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘রাজনীতির শুরুতে সবাই অনভিজ্ঞ থাকে। আমি সভাপতি হওয়ার সময় সাংসদ পদে অভিজ্ঞতা ছিল আড়াই বছরের। দিলীপ ঘোষ যখন সভাপতি হয়েছিলেন তখন তার সাংসদ হিসেবে এক বছর ছয় মাসের অভিজ্ঞতা ছিল’।

সম্প্রতি দিলীপ ঘোষ অভিজ্ঞতা প্রসঙ্গে জানিয়েছিলেন, পার্টি সুকান্ত মজুমদারকে সভাপতি করেছে। তার অভিজ্ঞতা কম রয়েছে। কিন্তু পার্টিতে এমন অনেক অভিজ্ঞ লোক রয়েছে, যারা প্রতিবাদ করে সংগঠিত করেছে। তাদেরকে কাজে লাগানো উচিত। নেতৃত্ব দিয়েছেন গ্রামে গ্রামে। প্রচার চালিয়ে পার্টিকে বড় করেছে। সেই মানুষগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। নিয়ম অনুযায়ী নতুন নেতৃত্ব আসবে। কিন্তু তাই বলে যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে দেব, তা কখনও হতে পারে না।

এই প্রসঙ্গে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, এর থেকে পরিষ্কার যে বর্তমানে বিজেপি দুটো। একটি দিলীপ বিজেপি। অন্যটি সুকান্ত বিজেপি। যাদের মধ্যে চূড়ান্ত মেরুকরণ, সংঘর্ষ রয়েছে। এদের বাংলার সঙ্গে কোনও যোগাযোগ নেই। এই দুই রাজনৈতিক নেতা রাজ্যের কোনও ইস্যুর গভীরতা থেকে বিশেষত্ব কোনটাই বোঝে না।

বিজেপির অন্দরমহলের সমস্যা যেন ক্রমশ বাড়তে শুরু করেছে। শীর্ষ নেতৃত্বদের মধ্যেও ধরতে শুরু করেছে ভাঙন। ২০২১ এর বিধানসভা নির্বাচন থেকে শুরু করে একের পর এক নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। কোনওটাতেই সঠিক পরিকল্পনা করলেও আসছে না জয়।এর পরেই বঙ্গ বিজেপিতে শুরু হয়েছে একের পর এক গোষ্ঠী কোন্দল। পদত্যাগ করেছে অভিজ্ঞ নেতারা।