SSC Scam: পার্থর পর এসএসসি উপদেষ্টা কমিটির সম্পত্তির হিসেব দেখছে সিবিআই

শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC Scam) মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সম্পত্তির হিসেব খতিয়ে দেখছে সিবিআই (CBI)। এরই মধ্যে সিবিআইয়ের নজরে উপদেষ্টা কমিটির পাঁচ…

west bengal SSC scam

শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC Scam) মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সম্পত্তির হিসেব খতিয়ে দেখছে সিবিআই (CBI)। এরই মধ্যে সিবিআইয়ের নজরে উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যের সম্পত্তির হিসেবের পরিমাণ৷ এই বিষয়ে তথ্য পেতে আগামী এক সপ্তাহের মধ্যে কমিটির সদস্যদের স্থাবর,অস্থাবর সম্পত্তির হিসেব চেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআই সূত্রে খবর, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেন হয়েছে। তাই পাঁচ সদস্যের সম্পত্তির হিসেব খতিয়ে দেখা হচ্ছে। আগামী ১ সপ্তাহের মধ্যে শান্তিপ্রসাদ সিনহা, অলোক সরকার এবং প্রদীপ বন্দ্যোপাধ্যায় সহ পাঁচ সদস্যের সম্পত্তির হিসেব এবং আয়কর রিটার্নের ফাইল জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সিবিআই তরফে জানানো হয়েছে, ওই পাঁচ সদস্যের নামে বেনামি কোনও সম্পত্তি রয়েছে কি না, শেষ পাঁচ বছরে আয়কর রিটার্নের হিসেব খতিয়ে দেখতে চান সিবিআই আধিকারিকরা।

বুধবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই দিনই আদালতের নির্দেশে সিবিআই হাজিরা দিতে হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যদের৷ জেপার সময় প্রাক্তন শিক্ষামন্ত্রী সম্পত্তির হিসেব চাওয়া হয়েছিল। এরপরেই উপদেষ্টা কমিটির নজর যায় পাঁচ সদস্যের সম্পত্তিতে।