Ramkrishna Misson: তৃণমূল বিধায়কের বিরুদ্ধে রামকৃষ্ণ মিশনের কাজে বাধার অভিযোগ

তৃণমূল কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। তিনি রামকৃষ্ণ মিশনের কাজে বাধা দিচ্ছেন। মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের আসনদিঘী এলাকায় তফশিলি জাতি ও উপজাতি অধ্যুষিত অঞ্চলে আর্থসামাজিক…

তৃণমূল কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। তিনি রামকৃষ্ণ মিশনের কাজে বাধা দিচ্ছেন।

মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের আসনদিঘী এলাকায় তফশিলি জাতি ও উপজাতি অধ্যুষিত অঞ্চলে আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ শুরু করেছে সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রম ও তার অধীনস্থ ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র। এই কাজে বিধায়ক বাধা দিচ্ছেন বলে অভিযোগ।

তবে এই অভিযোগ মানতে নারাজ বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। তাঁর দাবি, এই অভিযোগ মিথ্যা। রাজ্যের বিভিন্ন জেলায় এই ভাবে টাকা চেয়ে কাজে বাধা দেওয়ার অভিযোগ সামনে এসেছে। অনেক ক্ষেত্রে শাসক দলের নেতাদের নামও জড়িয়েছে। বিধায়কের দাবি তাঁকে জড়িয়ে রটনা চলছে।

জলাশয়ে মাছ চাষের পাশাপাশি স্থানীয় জমিতে পশুপালনসহ বিভিন্ন প্রকল্পে কয়েক বছর ধরে কাজ শুরু করেছে ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা। তাঁদের অভিযোগ, কয়েকদিন ধরে স্থানীয় তিনজন দুষ্কৃতি নবগ্রামের বিধায়ক কানাই মণ্ডলের নাম ভাঙিয়ে তারা গুণ্ডামি করছে ও অন্যায়ভাবে টাকা চাইছে। স্থানীয় পাট্টাদারদের পুলিশি অত্যাচারের হুমকি দিচ্ছে।

বিধায়ক দাবি করেছেন, কে বা কারা গিয়েছিল তিনি জানেন না। তবে তিনি রামকৃষ্ণ মিশনের পক্ষে আছেন। কেউ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে টাকা তোলে, তাহলে তো মমতা দায়ি হবেন না।