AFC Cup: এএফসি কাপে বাগানের পথের কাঁটা হতে পারে বসুন্ধরা, কিন্তু কেন?

গত ৭ নভেম্বর এএফসি কাপের (AFC Cup) গত ম্যাচে বাংলাদেশের অন্যতম শক্তিশালী দল বসুন্ধরা কিংসের (Bashundhara Kings) কাছে এগিয়ে থেকেও পরাজিত হয়েছে মোহনবাগান (Mohun Bagan)…

Bashundhara Kings, Mohun Bagan

গত ৭ নভেম্বর এএফসি কাপের (AFC Cup) গত ম্যাচে বাংলাদেশের অন্যতম শক্তিশালী দল বসুন্ধরা কিংসের (Bashundhara Kings) কাছে এগিয়ে থেকেও পরাজিত হয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দল। যা নিয়ে ব্যাপক হতাশ দেখা দিয়েছে সকলের মধ্যে। তবে ভুল ত্রুটি শুধরে এবার ঘুরে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য বাগান ব্রিগেডের। উল্লেখ্য, সেই ম্যাচের শুরুর দিকেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন বাগানের তারকা উইঙ্গার লিস্টন কোলাসো।

বলা যায় তার করা গোলের পর থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী লাগছিল সবুজ-মেরুন ব্রিগেডকে। কিন্তু নিজেদের ঘরের মাঠে বসুন্ধরা যে নিজের সমস্ত শক্তি দিয়ে লড়াই করবে তা বুঝতে পেরেছিল সকলেই। ঠিক সেটাই হয় শেষ পর্যন্ত। পিছিয়ে থেকেও এই ম্যাচ থেকে তিন পয়েন্ট সংগ্রহ করে নেয় বসুন্ধরা কিংস। যারফলে, ভারতের এই শক্তিশালী দলকে পিছনে ফেলে এএফসি কাপের গ্রুপ পর্বের শীর্ষে উঠে চলে আসে বসুন্ধরা। বর্তমানে উভয় দলের পয়েন্ট সমান হলেও সদ্য পরাজয়ের ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে যেতে হয় সবুজ-মেরুনকে।

Mohun Bagan Bashundhara Kings

যা পরবর্তীতে ব্যাপক সমস্যায় ফেলতে পারে ভারতের এই ফুটবল ক্লাবকে। হ্যাঁ ঠিকই শুনছেন। আসলে গতবছর বেঙ্গালুরু এফসির মতো দলকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর সেই চেনা ছন্দ এবারও ধরে রেখেছিল মোহনবাগান। মাঝে একবার হোঁচট খেতে হলেও পরবর্তীকালে এই নয়া মরশুমে ডুরান্ড কাপ ঘরে তোলে কলকাতা ময়দানের এই প্রধান। এমনকি পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগে একের পর এক ম্যাচ জয় করার সুবাদে অনায়াসেই লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছিল সবুজ-মেরুন ব্রিগেড। তবে দেশের এই প্রথম ডিভিশন লিগের পাশাপাশি এএফসি কাপের দিকেও বাড়তি নজর রয়েছে বাগান কোচ হুয়ান ফেরেন্দোর। সেইমতো অজি বিশ্বকাপার জেসন কামিন্স থেকে শুরু করে আর্মান্দো সাদিকুর মতো ফুটবলারদের দলে টেনেছিল ম্যানেজমেন্ট।

তবে এএফসি কাপের প্রথম লেগে ভালো পারফরম্যান্স থাকলেও দ্বিতীয় লেগের শুরুতেই বড়সড় হোঁচট খেতে হয় মোহনবাগান দলকে। নিজেদের অ্যাওয়ে ম্যাচে তাদের পরাজিত হতে হয় বাংলাদেশের অন্যতম শক্তিশালী দল বসুন্ধরা কিংসের কাছে। যারফলে, পরবর্তী ক্ষেত্রে দেখা দিতে পারে বড়সড় সমস্যা। পরিসংখ্যান অনুযায়ী এখন গ্রুপ পর্বের শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা। পয়েন্টের ক্ষেত্রেও সমান দুজনে। এরফলে, পরবর্তীতে যদি নিজেদের দুইটি ম্যাচেই জয় পায় মোহনবাগান ও বসুন্ধরা দল সেক্ষেত্রে পরবর্তী রাউন্ডে আর যাওয়া সম্ভব হবে না মোহনবাগান দলের। এক্ষেত্রে হেড টু হেডের বিচারে এগিয়ে থাকবে বসুন্ধরা কিংস। সেইসাথে কোয়ালিফাই করে যেতে পারে এই দল।