Kanyashree Cup: বৈঠকের মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত, জানিয়ে দিলেন সাদা-কালো সচিব

নতুন ফুটবল মরশুমে দারুণ ছন্দে রয়েছে ময়দানের এই তৃতীয় প্রধান দল। ডুরান্ড কাপের মতো টুর্নামেন্টে খুব একটা ভালো পারফরম্যান্স করতে না পারলেও এই নিয়ে টানা…

Mohammedan SC Secretary Ishtiaque Raju

নতুন ফুটবল মরশুমে দারুণ ছন্দে রয়েছে ময়দানের এই তৃতীয় প্রধান দল। ডুরান্ড কাপের মতো টুর্নামেন্টে খুব একটা ভালো পারফরম্যান্স করতে না পারলেও এই নিয়ে টানা তিনবার প্রিমিয়ার ডিভিশন লিগ জিতেছে ব্ল্যাক প্যান্থার্স (Mohammedan SC)। তাও আবার কয়েক দশক পর। পাশাপাশি আইলিগের প্রথম ম্যাচে আইজল এফসির বিপক্ষে দল জয় পেলেও দ্বিতীয় ম্যাচে শিলং লাজং এফসির বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল তাদের।

তবে নিজেদের তৃতীয় ম্যাচে ঘরের মাঠে ট্রাউ এফসিকে পরাজিত করে মহামেডান স্পোর্টিং ক্লাব। যারফলে, অনায়াসেই দল উঠে যায় লিগ টেবিলের শীর্ষে। তবে ছেলেদের পারফরম্যান্স সকলের নজর কাড়লেও কন্যাশ্রী কাপে (Kanyashree Cup) দলের অংশগ্রহণ নিয়েই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। তাই গ্রুপে ময়দানের এই তৃতীয় প্রধানের নাম থাকলেও আদৌ মাঠে খেলতে দেখা যাবে কিনা এখন সেটাই দেখার বিষয়।

গতকাল এই প্রসঙ্গে একটি জনপ্রিয় মাধ্যমের তরফ থেকে প্রশ্ন করা হলে ক্লাবের লগ্নিকারী সংস্থা তথা বাঙ্কারহিলের তরফ থেকে দীপক কুমার সিং বলেন, বর্তমানে সিনিয়র টিমের পাশাপাশি রিজার্ভ টিমের দিকেই ফোকাস রয়েছে। পরবর্তীতে আমরা মহিলা দল তৈরি করব। এবছর কন্যাশ্রী কাপ আমরা না খেললেও আগামী বছর জেতার মতো টিম তৈরি করে খেতাবের জন্য লড়াই করব। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, আমার সঙ্গে ফোনে মহামেডান স্পোর্টিং ক্লাবের সেক্রেটারির কথা হয়েছে। তিনি জানিয়েছেন, এবারের এই কন্যাশ্রী কাপে দল অংশগ্রহণ করবে। গোটা ব্যাপারটাই ওনারা দেখছেন।

কিন্তু কি ভাবছেন সাদা-কালো ব্রিগেডের সচিব? সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের কন্যাশ্রী কাপ খেলার বিষয়ে প্রশ্ন করা হলে ইস্তেয়াক রাজু বলেন, আমরা যে এবার খেলবো না এমন বিষয় এখনি বলা সম্ভব নয়। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে নিতে চাই। আমাদের তরফ থেকে আইএফএ তে পাঠানো হয়েছে। এবং সেখানে আমাদের অংশগ্রহণ করার কথাও বলা হয়েছে। তাই আমরা সকলে মিলে আলোচনায় বসেই সিদ্ধান্ত নেব। যে আমাদের তরফ থেকে এবার আদৌ খেলা সম্ভব হবে কি হবে না। এক্ষেত্রে আমরা বাঙ্কারহিল কর্তা দীপক কুমার সিংয়ের সঙ্গে ও আলোচনা করে নেব।