Super Cup: বড় ম্যাচের আগে মোহনবাগান সমর্থকদের মনে ‘আঘাত’ দিলেন হ্যামিল

আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই বড় ম্যাচ ( Super Cup)। দুই দলই আজকের বড় ম্যাচ জেতার জন্য উদগ্রীব। তার আগে হয়েছে প্রথমদিকে সাংবাদিক সম্মেলন। সেখানে…

Brandon Hamil

আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই বড় ম্যাচ ( Super Cup)। দুই দলই আজকের বড় ম্যাচ জেতার জন্য উদগ্রীব। তার আগে হয়েছে প্রথমদিকে সাংবাদিক সম্মেলন। সেখানে ব্রেন্ডান হ্যামিল এমন কিছু কথা বলেছেন যেটা শুনলে বাগান সমর্থকদের মনে আঘাত লাগতে পারে।

সাংবাদিক সম্মেলন মোহন বাগান সুপার জায়ান্টের তারকা ডিফেন্ডার বলেছেন, “আমার সৌভাগ্য যে আগেও ডার্বি খেলার সুযোগ আমার হয়েছে। তাই জানি, সমর্থকদের কাছে এই ম্যাচের আকর্ষণ ও গুরুত্ব কতটা। আমাদের কাছেও রোমাঞ্চকর। আমরা এই ম্যাচ খেলতে ভালবাসি এবং এর জন্য কোনও বাড়তি মোটিভেশনের প্রয়োজন নেই। এই ম্যাচে জিততে পারলে আমাদের সামনে চ্যাম্পিয়ন হয়ে এশীয় স্তরের টুর্নামেন্টে খেলার সুযোগও আসবে। এই জন্যও ম্যাচটা গুরুত্বপূর্ণ।”

আগে খেলা ডার্বি প্রসঙ্গে বলার সঙ্গে হ্যামিল এটাও জানিয়েছেন, “আমি জানি গত কয়েক বছরে ক্লাব বেশ সাফল্য লাভ করেছে। এটিকে, অ্যাথলেটিকো ডে কলকাতা, এটিকে মোহন বাগান,এখন মোহন বাগান সুপার জায়ান্টের হয়েও অল্প সময়ের মধ্যে কিছু সাফল্য ইতিমধ্যে আমরা পেয়েছি।”

সঞ্জীব গোয়েঙ্কার আইএসএল ক্লাব এটিকের সঙ্গে মোহন বাগান ক্লাবের যুক্ত হওয়া এখন সবুজ মেরুন সমর্থকরা মনে প্রাণে মেনে নিতে পারেননি। গত বছর ইন্ডিয়ান সুপার লীগ জেতার পর মাঠে দাঁড়িয়ে সঞ্জীব ঘোষণা করেছিলেন মোহন বাগানের আগে থেকে উঠে যাবে এটিকে নাম। এরপরে হয় মোহন বাগান সুপার জায়ান্ট। হ্যমিল মনে করিয়ে দিলেন পুরনো সেই দিনের কথা।