ছেলেরা পারেননি। করে দেখালেন মেয়েরা। ধরাশায়ী মিশর (India vs Egypt)। বুধবার জর্ডনের মাঠে গিয়ে জয় ছিনিয়ে আনল ভারতের মহিলা ব্রিগেড।
প্রিন্স মহম্মদ স্টেডিয়ামে শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়েছিল ভারত। অধিনায়ক আশালতা দেবী প্রথম কোয়ার্টারের কিছু পরেই স্কোরশিটে নাম তুলে ফেলতে পারতেন। তার মিনিট দুই পরে, ২০ মিনিটের মাথায় গোল করার সুযোগ চলে এসেছিল মনীষার কাছে। ডান প্রান্ত থেকে ডালিমা বল বাড়িয়ে দিয়েছিলেন তাঁকে। সে যাত্রায় নিজেদের দুর্গ অক্ষত রাখতে সক্ষম হয় মিশর।
FULL TIME!
That’s the end of the game tonight and India 🇮🇳 notch up a victory against Egypt 🇪🇬 in the first friendly match in Jordan!
🇮🇳 1-0 🇪🇬
Watch 👉🏼 https://t.co/fuRINaUGmp#INDEGY ⚔️ #BackTheBlue 💙 #BlueTigresses 🐯 #ShePower 👧 #IndianFootball ⚽
— Indian Football Team (@IndianFootball) April 5, 2022
ভারতের আক্রমণ সামলে নিজেদের সবে গুছিয়ে নিচ্ছিলেন মিশরের ফুটবলাররা। এমন সময় গোল। জাতীয় দলের হয়ে প্রথমবার স্কোরবোর্ডে নাম তুললেন প্রিয়াঙ্কা দেবী। ৩২ মিনিটে এগিয়ে যায় ভারত।
এরপর কোনো পক্ষই আর গোল করতে পারেনি। ভারতের সামনে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ এসেছিল বহুবার। বিরতির পরেও চাপ বজায় রেখেছিল টিম ইন্ডিয়া। ৫৩ মিনিটে গোল করার মতো জায়গায় চলে গিয়েছিলেন পি জাজা। মনীষার কাছ থেকে বল পেয়ে নিয়েছিলেন শট। অনেকটা দৌড়ে ছিলেন। তবে গোলের দেখা আর মেলেনি। এক গোলে ব্যবধানেই বাজে ম্যাচের শেষ বাঁশি।