মহামেডানের কন্যাশ্রী কাপ প্রসঙ্গে ‘বিস্ফোরক’ আইএফএ সচিব

এবারের এই নয়া ফুটবল সিজনের প্রথম থেকেই অনবদ্য পারফরম্যান্স করে আসছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। কলকাতা ময়দানের বাকি দুই প্রধানকে টেক্কা দিয়ে কলকাতা লিগ…

Anirban Dutta Mohammedan SC's Kanyashree Cup

এবারের এই নয়া ফুটবল সিজনের প্রথম থেকেই অনবদ্য পারফরম্যান্স করে আসছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। কলকাতা ময়দানের বাকি দুই প্রধানকে টেক্কা দিয়ে কলকাতা লিগ জিতেছে দল। পাশাপাশি আইলিগের ক্ষেত্রে ও দল রয়েছে ব্যাপক ছন্দে। যা দেখে খুশি আপামর সাদা-কালো জনতা। তবে এসবের মাঝেই এক প্রবল হতাশার খবর উঠে এসেছে সমর্থকদের কাছে।এবারের কন্যাশ্রী কাপে অংশগ্রহণ করা নিয়ে প্রবল সমস্যা দেখা দিয়েছে মহামেডান দলের অন্দরে।

উল্লেখ্য,গত কয়েকদিন আগেই প্রকাশ করা হয়েছে কন্যাশ্রী কাপের নয়া মরশুমের গ্রুপ সূচী। যেখানে ইমামি ইস্টবেঙ্গল দলের সঙ্গে একই গ্রুপে দেখা গিয়েছে ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবকে। অর্থাৎ মহিলাদের এই ফুটবল টুর্নামেন্টে ডার্বির সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। পাশাপাশি এই এক গ্রুপেই স্থান পেয়েছে নিউ আলিপুর সুরুচি সংঘ, কালীঘাট স্পোর্টস লাভার্স, বালি ক্রীড়া সমিতি, মতুয়া সরোজিনী নাইডু স্পোর্টস ক্লাব, ইনভেনশেন ফুটবল কোচিং সেন্টার সহ পশ্চিমবঙ্গ পুলিশের মতো ক্লাব।

   

আরও পড়ুন: Mohammedan SC: কন্যাশ্রী কাপ খেলছে না মহামেডান, কী বলছেন সাদা-কালো কর্তারা?

তবে এই টুর্নামেন্ট খেলার ব্যাপারে মহামেডানের লগ্নিকারী সংস্থা তথা বাঙ্কারহিলের তরফ থেকে দীপক কুমার সিং বলেন, বর্তমানে সিনিয়র টিমের পাশাপাশি রিজার্ভ টিমের দিকেই ফোকাস রয়েছে। পরবর্তীতে আমরা মহিলা দল তৈরি করব। এবছর কন্যাশ্রী কাপ আমরা না খেললেও আগামী বছর জেতার মতো টিম তৈরি করে খেতাবের জন্য লড়াই করব। যা নিয়ে হতাশ হয়েছেন অনেকেই। কিন্তু এই মন্তব্য থেকে কার্যত একশো আশি ডিগ্রি ঘুরে মহামেডান দলের খেলার কথা জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মহামেডান সেক্রেটারি ইস্তেয়াক রাজুর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন এবারের এই কন্যাশ্রী কাপে দল অংশগ্রহণ করবে। গোটা ব্যাপারটাই ওনারা দেখছেন। তবে অংশগ্রহণ না করার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রথম দিকে এমন কথা শুনে আমি প্রচন্ড অবাক হয়েছিলাম। যে একদিক থেকে যেমন খেলার কথা বলা হচ্ছে অন্যদিকে, তেমন ভাবেই এবার অংশগ্রহণ না করার কথা উঠে আসছে। তবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য তাদের তরফ থেকে নাম পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত তাদের অংশগ্রহণের কথাই জানানো হয়েছে।