Mohammedan SC: কন্যাশ্রী কাপ খেলছে না মহামেডান, কী বলছেন সাদা-কালো কর্তারা?

গত কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছে কন্যাশ্রী কাপের নয়া মরশুমের গ্রুপ সূচী। যেখানে ইমামি ইস্টবেঙ্গল দলের সঙ্গে একই গ্রুপে দেখা গিয়েছে ময়দানের আরেক প্রধান তথা…

Kanyashree Cup Mohammedan SC

গত কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছে কন্যাশ্রী কাপের নয়া মরশুমের গ্রুপ সূচী। যেখানে ইমামি ইস্টবেঙ্গল দলের সঙ্গে একই গ্রুপে দেখা গিয়েছে ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবকে (Mohammedan SC )। অর্থাৎ মহিলাদের এই ফুটবল টুর্নামেন্টে ডার্বির সম্ভাবনা উঠে এসেছিল প্রবলভাবে।

পাশাপাশি এই গ্রুপে রয়েছে নিউ আলিপুর সুরুচি সংঘ, কালীঘাট স্পোর্টস লাভার্স, বালি ক্রীড়া সমিতি, মতুয়া সরোজিনী নাইডু স্পোর্টস ক্লাব, ইনভেনশেন ফুটবল কোচিং সেন্টার ও ওয়েস্টবেঙ্গল পুলিশ। অন্যদিকে, গ্রুপ “বি” তে রয়েছে যথাক্রমে, সার্দান সমিতি, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, সেবায়নী সোশ্যাল ওয়েলফেয়ার, চাঁদনি স্পোর্টস ক্লাব, জোনাকি ইউনাইটেড ও জ্যোতিময়ী অ্যাথলেটিক ক্লাব।

   

তবে এবার সাদা-কালো শিবির নিয়ে উঠে আসল নয়া তথ্য। যতদূর জানা যাচ্ছে, এবারের এই কন্যাশ্রী কাপে নাকি অংশগ্রহণ করবে না রেড রোডের এই ফুটবল ক্লাব। হ্যাঁ ঠিকই শুনছেন। এবার সেই ইঙ্গিত দিতে দেখা গেল মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্তাদের। গত সোমবার নাকি কন্যাশ্রী কাপ প্রসঙ্গে আইএফএ অফিসে বিশেষ মেইল জমা দিয়েছে সাদা-কালো ব্রিগেড। সেখানেও নাকি এই বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপক কুমার সিং বলেন, বর্তমানে সিনিয়র টিমের পাশাপাশি রিজার্ভ টিমের দিকেই ফোকাস রয়েছে। পরবর্তীতে আমরা মহিলা দল তৈরি করব। এবছর কন্যাশ্রী কাপ আমরা না খেললেও আগামী বছর জেতার মতো টিম তৈরি করে খেতাবের জন্য লড়াই করব। অন্যদিকে, ক্লাব কর্তা বিলাল আহমেদ খান বলেন, এখনি কোনো কিছু বলা সম্ভব নয়। পুরোটাই অভ্যন্তরীণ বিষয়। বৈঠকে যদি খেলার সিদ্ধান্ত আসে তাহলে দল খেলবে। নাহলে পরের বছর।

উল্লেখ্য, এবারের এই ফুটবল মরশুমে দারুণ ছন্দে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। ময়দানের বাকি দুই প্রধানকে টেক্কা দিয়ে কলকাতা লিগ জিতেছে দল। পাশাপাশি আইলিগের ক্ষেত্রে ও দল রয়েছে ব্যাপক ছন্দে। এই পরিস্থিতিতে কোনো টুর্নামেন্টে মহামেডান দলের অংশগ্রহণ না করায় যথেষ্ট হতাশ হতে পারেন সমর্থকরা।