Babar Azam : অধিনায়ক বাবরের ব্যাটে ‍‘বিরাট’ জয় পাকিস্তানের, মন ছুঁয়ে গেল মানবিকতা

একটি অনবদ্য রেকর্ডের হাতছানিকে সামনে রেখে এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন বাবর আজম (Babar Azam)। অধিনায়ক হিসাবে দ্রুততম হাজার রানের মাইলফলক ছোঁয়া থেকে অবশ্য…

Babar Azam

একটি অনবদ্য রেকর্ডের হাতছানিকে সামনে রেখে এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন বাবর আজম (Babar Azam)। অধিনায়ক হিসাবে দ্রুততম হাজার রানের মাইলফলক ছোঁয়া থেকে অবশ্য অনেকটাই দূরে ছিলেন তিনি। প্রয়োজন ছিল ৯৮ রান। করলেন ১০৩। ব্যাস, কেল্লাফতে! 

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট ১৭ ইনিংসে হাজার রানের মাইলফলক স্পর্শ করে এই তালিকায় ছিলেন সবার ওপরে। কিন্তু এবার মাত্র ১৩ ইনিংসে বিরাটের সেই রেকর্ড নিজের নামে করে নিলেন পাক অধিনায়ক। অর্থাৎ অধিনায়ক হিসাবে এখন দ্রুততম হাজার রানের মালিক হয়ে গেলেন বাবর আজম।

   

সিরিজের প্রথম ওডিআই ম্যাচে চার বল বাকি থাকতে ৫ উইকেট রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল পাকিস্তান। ম্যাচের অন্যতম নায়ক অবশ্যই পাক অধিনায়ক স্বয়ং। কিন্তু অনন্য এক নজির গড়ার দিনে তিনি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন মানবিকতা এবং টিম স্পিরিটের এক দারুণ নিদর্শন স্থাপন করে।

প্রথমে ব্যাট করে সাই হোপের দুরন্ত শতরানে ৮ উইকেটে ৩০৫ রান তোলে ক্যারিবিয়ানরা। ১৩৪ বলে ১২৭ রানের ইনিংস উপহার দেন হোপ। তিন নম্বরে নেমে সমর্থ ব্রুকস করেন ৮৩ বলে ৭০। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন হ্যারিস রউফ। এরপর ব্যাট করতে নেমে শুরুতে ফখর জমানের উইকেট হারালেও, ইমাম উল হক এবং বাবর দলকে টানতে থাকেন। হক ৬৫ করে আউট হওয়ার পর মহম্মদ রিজওয়ান সঙ্গ দেন অধিনায়ককে। ৬১ বলে ৫৯ রান করে ফেরেন রিজওয়ান। তবে তার আগেই অবশ্য ১০৭ বলে ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলে যান বাবর আজম।

বাবর-রিজওয়ানরা আউট হওয়ার পর ম্যাচের রাশ চলে যায় ওয়েস্ট ইন্ডিজের দিকেই। কিন্তু খুশদিল শাহর মারকাটারি ইনিংস ক্যারিবিয়ানদের মুখের গ্রাস কেড়ে নেয়। ২৩ বলে ৪১ রান করে অপরাজিত থেকে দলকে এক অবিশ্বাস্য জয় উপহার দেন খুশদিল। স্বাভাবিক ভাবেই ম্যাচের সেরা নির্বাচিত হন বাবর। কিন্তু সেই পুরস্কারটি তিনি তুলে দেন সতীর্থ খুশদিলের হাতে। সরকারি ভাবে খুশদিলকেই নির্বাচিত করা হয় ম্যাচের সেরা হিসাবে। আর নেটিজেনরাও অধিনায়ক বাবরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রশংসায় ভরিয়ে তোলেন।