BJP: রাজ্য ভাগে অরাজি নাড্ডা, বিপাকে সৌমিত্র খাঁ

  উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ আলাদা করার দাবিতে সরগরম রাজ্য। এরই বঙ্গ সফরে বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এবিষয়েও যে সরেজমিনে আলোচনা হয় বৈঠকে। তবে সাংসদ সৌমিত্র খাঁয়ের …

 

উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ আলাদা করার দাবিতে সরগরম রাজ্য। এরই বঙ্গ সফরে বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এবিষয়েও যে সরেজমিনে আলোচনা হয় বৈঠকে। তবে সাংসদ সৌমিত্র খাঁয়ের  দাবি একেবারেই খারিজ করে দিয়েছে বিজেপি। 

 

সৌমিত্র খাঁ রাঢ়বঙ্গের দাবিতে যতবারই সরব হয়েছেন, ততবারই বিষয়টি কৌশলে এড়িয়ে গেছেন রাজ্য নেতারা। বলা হয়েছে, এটা সৌমিত্রর ব্যক্তিগত মন্তব্য। আর কেন্দ্রের নেতাদের তরফেও একই বার্তা মিলল। অর্থনৈতিকভাবে রাজ্যভাগের প্রস্তাব খারিজ করে দিয়েছেন কেন্দ্রের নেতারাও। বরং সবাইকে এক সুরে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। 

 

বুধবার রুদ্ধদ্বার বৈঠকে বিজেপি নেতাদের সাফ বক্তব্য, শ্যামাপ্রসাদ মুখ্যোপাধ্যায়ের বাংলাকে কখনই ভাগ করতে নারাজ তাঁরা৷ বরং সামগ্রিক সমন্বয়ের জন্য রাজ্য নেতৃত্বকে কড়া বার্তা দেওয়া হয়েছে। 

 

কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকে সেই প্রস্তাব খারিজ হয়ে গেলেও নিজের অবস্থানে অনড় থেকেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সৌমিত্র বলেন, ভারতীয় জনতা পার্টি রাঢ়বঙ্গ চায় না, আমি চাই। দল সমর্থন না করায় তিনি বিপাকে পড়েছেন।