ফিলিপাইন্স ও দ: আফ্রিকার ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

ভয়াবহ বন্যা (flood ), ঘূর্ণিঝড় ও ভূমিধসের কবলে পড়ে ফিলিপাইন্সে (Philippines ) প্রাণ হারিয়েছেন ১৫০ জনের বেশি। বহু মানুষ নিখোঁজ হয়ে গিয়েছেন। নিখোঁজের প্রকৃত সংখ্যা…

Philippines

ভয়াবহ বন্যা (flood ), ঘূর্ণিঝড় ও ভূমিধসের কবলে পড়ে ফিলিপাইন্সে (Philippines ) প্রাণ হারিয়েছেন ১৫০ জনের বেশি। বহু মানুষ নিখোঁজ হয়ে গিয়েছেন। নিখোঁজের প্রকৃত সংখ্যা কত সে বিষয়ে কিছু জানায়নি ফিলিপাইন্স সরকার। ইতিমধ্যেই ধ্বংসস্তূপ সরিয়ে শুরু হয়েছে উদ্ধারের কাজ। মিলছে একের পর এক দেহ। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লেতে। এই এলাকার বাসিন্দারা বেশিরভাগই মৎস্যজীবী।

প্রবল বৃষ্টি, ঘূর্ণিঝড় ও ভূমি ধসের কারণে এখানে বেশিরভাগ বাড়ি কার্যত মাটিতে মিশে গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। স্থানীয় বাসিন্দাদের দাবি, সাম্প্রতিক অতীতে ফিলিপাইন্স কখনও এ ধরনের ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কবলে পড়েনি। বুঙ্গাগ্রাম বলে একটি এলাকায় ভূমিধসে ১৭জন প্রাণ হারিয়েছেন। ক্যান্টাগনোসে ৩২ জনের মৃত্যু হয়েছে।  স্যান্টিয়াগে ড্যাহনগ নামে এক স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুঙ্গাগ্রাম এলাকায় বাড়িগুলি একের পর এক তাসের ঘরের মতো ভেঙে পড়েছে।

অন্যদিকে প্রবল বন্যার কবলে পড়েছে দক্ষিণ আফ্রিকাও। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় বন্যায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গিয়েছে। গত কয়েকদিন ধরেই সেখানে একনাগাড়ে প্রবল বৃষ্টিপাত চলছে। ইতিমধ্যেই বন্যাকবলিত এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও কাজে নামানো হয়েছে প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়বে।