East Bengal Club : সন্তোষ ট্রফি জয়ী আরও এক বাঙালি ফুটবলার চেন্নাইয়িন শিবিরে

মোহনবাগান-ইস্টবেঙ্গলের (East Bengal Club) নাকের ডগা থেকে বাংলার সন্তোষ ট্রফি দলের অধিনায়ক মনতোষ চাকলাদারকে ছিনিয়ে নিয়েছিল চেন্নাইয়িন এফসি। একটা সময় ইস্টবেঙ্গলের সঙ্গে নাকি প্রায় চূড়ান্ত…

East Bengal is likely to get investors in the first week of June

মোহনবাগান-ইস্টবেঙ্গলের (East Bengal Club) নাকের ডগা থেকে বাংলার সন্তোষ ট্রফি দলের অধিনায়ক মনতোষ চাকলাদারকে ছিনিয়ে নিয়েছিল চেন্নাইয়িন এফসি। একটা সময় ইস্টবেঙ্গলের সঙ্গে নাকি প্রায় চূড়ান্ত কথাবার্তা সেরে ফেলেছিলেন চাকলাদার। কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করে চেন্নাই।

সেই পথে হেঁটে আরও একট বাঙালি ফুটবলারকে ছিনিয়ে নিল তারা। এবার সন্তোষ ট্রফি রানার্স হয়েছে বাংলা। ফলে বঙ্গ ব্রিগেডের বেশ কিছু ফুটবলারকে নিয়ে যে আইএসএলের ক্লাবগুলি আগ্রহ দেখাবে, তা অনুমান করেছিল সকলেই। সেই সম্ভাবনাই সত্যি হল। এবার বেহালার বাসিন্দা সজল বাগকে দলে নিল দক্ষিণের দলটি।

মোহনবাগান অ্যাকাডেমি থেকে উঠে আসা সজল গত মরসুমে কলকাতা লিগে খেলেছেন বিএসএস-এর হয়ে। এরপর বাংলা দলে সুযোগ পান তিনি। তবে সন্তোষ ট্রফির ফাইনালে তাঁর পেনাল্টি মিসের জন্যই বাংলা হেরে যায়। সেই আফসোস কাটিয়ে উঠে ফুটবলের মূল স্রোতে ফেরাই ছিল ১৯ বছর বয়সী সজলের প্রধান লক্ষ্য। ফলে আইএসএলে এবার নিজেকে প্রমাণ করতে মরিয়া থাকবেন তিনি।