আজ, বৃহস্পতিবার নিজামের শহরে আইএসএল সেমিফাইনালের প্রথম লেগ খেলতে নামছে হুয়ান ফেরেন্দোর এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। সেইমতো প্রথম একাদশ সাজাচ্ছেন কোচ। বর্তমানে দলের অন্যতম ভরসা বিশাল কাইথ চোট কাটিয়ে সুস্থ হলেও উইঙ্গার আশিক (Ashique Kuruniyan) চোটের জন্য থাকছেন মাঠের বাইরে। যা নিয়ে কিছুটা হলেও চিন্তা থেকে গিয়েছে সবুজ-মেরুন শিবিরে।
এটি পড়ুন: Bartholomew Ogbeche: মোহনবাগান ম্যাচে অনিশ্চিত হায়দরাবাদের এই গোল মেকার
তবে যা জানা যাচ্ছে, আজ আশিকের বদলে শুরু করতে পারেন এটিকে মোহনবাগান শিবিরের নয়নমনি লিস্টন কোলাসো (Liston Colaco)। যার হাত ধরে বহু অসম্ভব কে সম্ভব করেছে এটিকে। বহু নিশ্চিত পরাজয় কে অতি অবলীলায় জয়ে বদলে দিয়েছেন তিনি। এবার ও হয়ত শুরু থেকে তার উপরেই ভরসা রাখতে পারেন দলের হেডস্যার।
এটি পড়ুন: ATK Mohun Bagan: মোহনবাগানের পারফর্মেন্স নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য ক্লাব সচিবের
গত ওডিশা ম্যাচের একেবারে শুরুতেই গোড়ালিতে চোট পান আশিক। যারফলে সেই ম্যাচে আর তাঁকে খেলানো সম্ভব হয়নি দলের পক্ষে। এরপরে হাসপাতালে তার চোট পরীক্ষা করে জানানো হয়, আপাতত বেশকিছুদিন বিশ্রামে থাকতে হবে আশিক কে। যা শুনে কপালে ভাঁজ পড়েছিল ফেরেন্দোর। সাংবাদিক বৈঠক করার সময় একাধিক বার আশিকের প্রসঙ্গ টেনে এনে উদ্বেগ প্রকাশ করতে শোনা গিয়েছিল কোচের মুখে। তবে চিকিৎসকদের কথা মতো আজ দলের বাইরে ই থাকতে পারেন তিনি।
এটি পড়ুন: ATK Mohun Bagan: ‘ফাঁকা মাঠে’ গোল দিয়ে আহ্লাদে ‘আট’ খানা মোহনবাগান
তবে এবারের আইএসএলে বারংবার বাগানের চিন্তা বাড়িয়েছে হায়দ্রাবাদ এফসি। তাই এবার মানোলো মার্কুয়েজের দলের বিরুদ্ধে মাঠে নামার আগে বাড়তি হোমওয়ার্ক করেই মাঠে নামছে প্রীতম রা। ওগবেচে ছাড়াও আজ হায়দ্রাবাদের উইং সামলানোর ক্ষেত্রে বাড়তি দায়িত্ব নিতে হবে সবুজ-মেরুন ডিফেন্ডারদের কে। তবে বুমোস-দিমিত্রি রা নিজেদের দুরন্ত ফর্মে থাকায় সুযোগ বুঝে গোল তুলে নিতে চায় সকলেই।
এটিও পড়ুন: Juan Ferrando: আজ জিতেই নিজামের শহর ছাড়তে চান ফেরেন্দো
অন্যদিকে, ওগবেচের চোটের কথা স্বীকার করে নেওয়া হলেও বর্তমানে কেমন আছেন এই গোল মেকার? সেই প্রশ্নে বারবার মুখে কুলুপ এঁটেছে হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট। আজ আদৌ কি খেলবেন দলের এই ভরসাযোগ্য তারকা? এখন সেটাই দেখার বিষয়।