ATK Mohun Bagan : রয় কৃষ্ণা, উইলিয়ামস দুজনকেই ছেঁটে ফেলতে পারে বাগান

আক্রমণভাগে বড় পরিবর্তন করতে পারে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। দলের দুই স্ট্রাইকার রয় কৃষ্ণা (Roy Krishna) এবং ডেভিড উইলিয়ামস (David Williams) দু’জনকেই ছেঁটে…

আক্রমণভাগে বড় পরিবর্তন করতে পারে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। দলের দুই স্ট্রাইকার রয় কৃষ্ণা (Roy Krishna) এবং ডেভিড উইলিয়ামস (David Williams) দু’জনকেই ছেঁটে ফেলতে পারে ক্লাব। এক ইংরেজি ক্রীড়া সংবাদ মাধ্যমে এমনটা দাবী করা হয়েছে।

এটিকে মোহন বাগানে রয় কৃষ্ণার ভবিষ্যত্ সম্ভাবনা নিয়ে আগেই জল্পনা ছিল। দলবদলের বাজারে তাঁর পরিবর্তে অন্য ফুটবলারের সন্ধানে ক্লাব রয়েছে এমনটা আগেই শোনা গিয়েছিল। বাগান সমর্থকদের মধ্যেও এ ব্যাপারে দেখা দিয়েছে আলোড়ন। কারণ রয় কৃষ্ণার সুরে কমবেশি সকলেই মোহিত। তবে এ বছরের ইন্ডিয়ান সুপার লিগে (ISL) পরিচিত ফর্মে পাওয়া যায়নি তারকাকে।

   

আরও পড়ুন:  ফের গোল করলেন বাগান ফরোয়ার্ড, সেমিফাইনালে বাংলা

কৃষ্ণার মতো উইলিয়ামসের ভাগ্যও ঝুলে রয়েছে বলে ফুটবল মহলের একাংশের অনুমান। এবারের লিগ শুরু হওয়ার আগেই ডেভিডকে নিয়ে দেখা দিয়েছিল সংশয়। মনে করা হয়েছিল এশিয়ান কোটার নতুন ফুটবলারকে দলে নিতে পারে এটিকে মোহন বাগান। যদিও শেষ পর্যন্ত সেটা হয়নি। সবুজ মেরুন জার্সিতেই রয়ে গিয়েছে অস্ট্রেলিয়ান তারকা।

মরশুমের শুরুর দিকে উইলিয়ামসকেও চেনা ছন্দে পাওয়া যায়নি। তবে মরশুম যতো এগিয়েছে ততই নিজের আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করেছিলেন তিনি। কোচ হুয়ান ফেরান্ডোর কোচিংয়ে গোল পেতে শুরু করেছিলেন। এএফসি কাপ অভিযানে বাংলাদেশের আবাহনী ঢাকার বিরুদ্ধে করেছেন হ্যাটট্রিক। এরপরেও ক্লাবে অজি তারকার ভবিষ্যত্ সুরক্ষিত নয় বলে অনুমান।

আরও পড়ুন: ATK Mohun Bagan: রয় কৃষ্ণাকে আর দলে রাখতে আর আগ্রহী নয় বাগান

সম্প্রতি রয় কৃষ্ণার সময়টা ভালো যাচ্ছে না। বাবাকে হারিয়েছেন সম্প্রতি। ফিজিতে আপাতত পরিবারকে সময় দিতে হচ্ছে। আগামী দিনে কী করবেন বা পরিস্থিতি নিরীক্ষণ করতে তাঁরও সময় দরকার। মনে করা হচ্ছে আলভারো ভাস্কুয়েজের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছে বাগান। তিনি হতে পরে রয়ের বদলি। অন্য দিকে উইলিয়ামসকে রিলিজ করে দেওয়া হলে ক্লাবকে নিশ্চিত করতে হবে এশিয়ান কোটার একজন ফুটবলার। সেই সঙ্গে আক্রমণ ভাগের ধার বজায় রাখার ব্যাপারেও ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে।