Carl McHugh: কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জোড়া গোল বান্ধবী ওরলাকে উৎসর্গ করল ম্যাকহিউ

শনিবার সন্ধ্যাটা স্মরণীয় হয়ে থাকল এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) আইরিশ মিড ফিল্ডার কার্ল ম্যাকহিউয়ে (Carl McHugh) কাছে৷ প্রথমবার পেশাদার জীবনে কোনও ম্যাচে জোড়া গোল করলেন ম্যাকহিউ।

Carl McHugh

শনিবার সন্ধ্যাটা স্মরণীয় হয়ে থাকল এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) আইরিশ মিড ফিল্ডার কার্ল ম্যাকহিউয়ে (Carl McHugh) কাছে৷ প্রথমবার পেশাদার জীবনে কোনও ম্যাচে জোড়া গোল করলেন ম্যাকহিউ। তাই এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনের সেরা ম্যাচটা তাঁর কাছে স্মরণীয় বলে জানালেন তিনি৷ কারণ এদিন তাঁর জোড়া গোলই এটিকে মোহনবাগানকে জয় এনে দিয়েছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। একই সঙ্গে নিজের দল এটিক মোহনবাগানকে চলতি হিরো আইএসএলের প্লে-অফ পর্বে জায়গা পাকা করে দিয়েছে৷

আরও পড়ুন: ATK Mohun Bagan: কেরালা ব্লাস্টার্সদের হারিয়ে প্লে অফে জায়গা পাকা করল মোহনবাগান

এদিন খেলা শেষে দলকে জেতানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আইরিশ মিডফিল্ডার ম্যাকহিউ৷ সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি কখনও এক ম্যাচে জোড়া গোল করিনি। তাই এই ম্যাচটা স্পেশাল। ক্লাবের সমর্থক, কোচ, কর্তা, স্টাফদের জন্য আরও খুশি আমি। নক আউটে যে-ই গোল করুক খুবই খুশি হব। সম্ভবত দ্বিতীয় গোলটা বেশি ভাল ছিল। কারণ, শটটা অনেক জোরালো ছিল। আর এই গোলেই আমরা জিতি। আমার বান্ধবী ওরলাকে এই গোলগুলো উৎসর্গ করতে চাই”।

আরও পড়ুন: Juan Ferrando: ডার্বির চেয়ে কেরালার বিরুদ্ধে ম্যাচকেই বেশি গুরুত্ব দিচ্ছেন মোহনবাগান কোচ

আইএসএল লিগের প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হয়েছিল সবুজ-মেরুন বাহিনী৷ সেই ম্যাচে এটিকে মোহনবাগান ৫-২ গোলে জিতেছিল। সেদিন হ্যাটট্রিক করেন দিমিত্রিয়স পেট্রাটস৷ এদিনের মরণবাঁচন লড়াইয়ে জোড়া গোল করলেন ম্যাকহিউ। তবে কোচির সেই ম্যাচে যতটা দাপট নিয়ে জিতেছিল সবুজ-মেরুন শিবির এদিন ততটা আধিপত্য বিস্তার করতে পারেনি সবুজ-মেরুন ব্রিগেড? হাড্ডাহাড্ডি ম্যাচে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে দুই দলই।

আরও পড়ুন: Asia Cup: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ না হওয়ায় বড় সংকট! টুর্নামেন্টের উজ্জ্বলতা ম্লান হতে পারে

এদিনের ম্যাচ নিয়ে ম্যাকহিউ আরও বলেন, “জানতাম যে ম্যাচটা কঠিন হবে। খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটা। আমাদের তিন পয়েন্ট পাওয়া খুবই জরুরি ছিল। এক গোলে পিছিয়ে যাওয়ার পরেও দলের সবাই চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়েছে। কোচ এবং দলের কথা শুনেই আমরা খেলি। কারণ, ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছি আমরা। আশা করি, মরশুমের বাকি ম্যাচগুলোতেও এ রকমই খেলব”।