Juan Ferrando: ডার্বির চেয়ে কেরালার বিরুদ্ধে ম্যাচকেই বেশি গুরুত্ব দিচ্ছেন মোহনবাগান কোচ

আজ, শনিবার নিজেদের মাঠে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে ম্যাচকেই ফাইনাল বলে ধরে নিচ্ছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)৷ দলের কোচ হুয়ান ফেরান্দোর (Juan Ferrando) বডি ল্যাঙ্গুয়েজে এমনই ইঙ্গিত মিলেছে।

Juan Ferrando

আজ, শনিবার নিজেদের মাঠে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে ম্যাচকেই ফাইনাল বলে ধরে নিচ্ছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)৷ দলের কোচ হুয়ান ফেরান্দোর (Juan Ferrando) বডি ল্যাঙ্গুয়েজে এমনই ইঙ্গিত মিলেছে। তবে শেষ দুটি ম্যাচের মধ্যে একটিতে জিতলেই সেরা ছয়ে স্থান দখল করে নিতে পারবে মোহনবাগান৷ কিন্তু দলের স্প্যানিশ কোচ ফেরান্দোর এখন নজর তিন নম্বর স্থান৷ জায়গাটা। তিনি জানান, দলেরও লক্ষ্য সেটাই৷

শুক্রবার সাংবাদিক মুখোমুখি হয়ে ফেরান্দো বলেন, “গতকালের ম্যাচের পরেও আমরা স্বস্তি পাইনি। সে গোয়া জিতুক বা ওডিশা জিতুক, আমাদের পরের দুটো ম্যাচই জিততে হবে। তাই স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় এটা নয়। আমাদের তিন নম্বর জায়গাটা পেতে হবে। এটাই ক্লাবের পক্ষে সন্মানজনক হবে। কেরালার বিরুদ্ধে ম্যাচটা আমাদের মাঠে। এই ম্যাচে খেলোয়াড়দের লক্ষ্যস্থীর রাখতে হবে, চারিত্রক দৃঢ়তা দেখাতে হবে, তাদের খেলায় তীব্রতা থাকা দরকার। গত দুটো ম্যাচেও ছ পয়েন্টের লক্ষ্য নিয়েই নেমেছিলাম। এই ক্লাব সব ম্যাচেই জিততে চায়। সে কথা মাথায় রেখেই মাঠে নামতে হবে”।

সম্প্রতি দলের যা পারফরম্যান্স, তাতে তাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ঠিক উল্টো পথে হাঁটছেন দলের কোচ। তিনি বলেন, “আমাদের দল শক্তিশালী। নিজেদের চারিত্রিক দৃঢ়তার প্রমাণ দিতে জানে। গত কয়েকটা ম্যাচে আমরা সবাইকে হতাশ করেছি। কঠিন সময়ে একসঙ্গে কাজ করাটাই আসল কথা। পরিকল্পনা অনুযায়ী কাজ করা দরকার। সব কিছু ভুলে দলের জন্য সেরাটা দিতে হবে। শেষ দুই ম্যাচ জিতে প্লে অফের প্রস্তুতি শুরুর কথাই শুধু ভাবতে হবে এখন”।

আজকে ম্যাচে প্রীতম কোটাল হলুদ কার্ড দেখলে বা ব্রেন্ডান হ্যামিল আরও কার্ড দেখলে ডার্বিতে এই দুজনকে নাও পেতে পারে এটিকে মোহনবাগান। একথা মনে করিয়ে দেওয়া হলে ফেরান্দো তাতে খুব একটা গুরুত্ব না দিয়ে বলেন, “আমাদের কাছে এখন কেরালার বিরুদ্ধে ম্যাচই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ম্যাচের পরে আমরা কার্ড, চোট আঘাত ইত্যাদি নিয়ে আলোচনা করতে পারি। এই ম্যাচের পরে আমরা ডার্বির প্রস্তুতির জন্য পাঁচ দিন পাব। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বর্তমান। তার পর ডার্বি নিয়ে ভাবা যাবে। আপাতত এই ম্যাচটাই আমাদের কাছে ফাইনাল”।