UEFA Nations League: রোনাল্ডো গোল না পেলেও জিতল পর্তুগাল, প্রথম জয় স্পেনের

ড্র দিয়ে উয়েফা নেশন্স লিগ (UEFA Nations League) শুরুর পর টানা দ্বিতীয় জয় পেল পর্তুগাল। ঘরের মাঠ লিসবনে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচে চেক…

Ronaldo

ড্র দিয়ে উয়েফা নেশন্স লিগ (UEFA Nations League) শুরুর পর টানা দ্বিতীয় জয় পেল পর্তুগাল। ঘরের মাঠ লিসবনে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারাল ফের্নান্দো সান্তোসের দল। জোয়াও কানসেলো দলকে এগিয়ে নেওয়ার পর ব‍্যবধান দ্বিগুণ করেন গানসালো গেদেস।

আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকে জমে ওঠে ম‍্যাচ। তবে প্রথম আধ ঘণ্টায় তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনও দলই। প্রতি আক্রমণ থেকে ২৪তম মিনিটে ডি বক্সে বল নিয়ে ঢুকে পড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তবে শট লক্ষ‍্যে রাখতে পারেননি পর্তুগাল অধিনায়ক। তবে ৩৩ মিনিটের মাথায় ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের দুই খেলোয়াড়ের দারুণ বোঝাপড়ায় এগিয়ে যায় পর্তুগাল। বের্নার্দো সিলভার কাছ থেকে ডি বক্সের বাইরে বল পেয়ে কিছুটা এগিয়ে গিয়ে বুলেট গতির শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন কানসেলো।

৩৮ মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করেন গেদেস। ডি বক্সে সিলভার দারুণ পাস পেয়ে আড়াআড়ি শটে ঠিকানা খুঁজে নেন ভালেন্সিয়ার এই ফরোয়ার্ড। পোস্টের ভেতরের দিকে লেগে বল জড়ায় জালে। সিআর সেভেন বেশ কয়েকবার গোল করার কাছাকাছি অবস্থায় পৌঁছে গেলেও, শেষ পর্যন্ত স্কোরশিটে নাম তুলতে পারেননি তিনি।

অন্যদিকে, গ্রুপের অপর ম্যাচে চলতি প্রতিযোগিতায় প্রথম জয়ের স্বাদ পেল লুইস এনরিকের স্প্যানিশ ব্রিগেড। সুইৎজারল্যান্ডের জেনেভায় ম্যাচটি ১-০ গোলে শেষ হয়। প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর জয়ের স্বাদ পেল স্পেন। পর্তুগালের সঙ্গে ১-১ ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা। ১৩ মিনিটের মাথায় ম্যাচের একমাত্র গোলটি করেন পাবলো সারাবিয়া।

৩ ম‍্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে স্পেন। ৪ পয়েন্ট নিয়ে তিনে নেমে গিয়েছে চেক। হারের হ্যাটট্রিক করে গ্রুপে সবার নীচে সুইৎজারল্যান্ড।