World Cup: বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ভারত

হকি ইন্ডিয়া আসন্ন বিশ্বকাপের (World Cup) জন্য পুরুষ ও মহিলা দল ঘোষণা করেছে। ২৪ থেকে ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে হকি ফাইভস মহিলা বিশ্বকাপ এবং ২৮…

Hockey India

হকি ইন্ডিয়া আসন্ন বিশ্বকাপের (World Cup) জন্য পুরুষ ও মহিলা দল ঘোষণা করেছে। ২৪ থেকে ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে হকি ফাইভস মহিলা বিশ্বকাপ এবং ২৮ থেকে ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পুরুষদের বিশ্বকাপ।

ডিফেন্ডার মহিমা চৌধুরী তার ডেপুটি এবং মনদীপ মোর অভিজ্ঞ গোলরক্ষক রজনীকে সহায়তা করার জন্য তার সহকারী হিসাবে দায়িত্ব পালন করবেন। মহিলা দলের দ্বিতীয় গোলরক্ষক হিসেবে থাকবেন বানসারি সোলাঙ্কি, ডিফেন্ডার হিসেবে থাকবেন অক্ষতা আবাসো ঢেকালে ও জ্যোতি ছত্রী। মিডফিল্ডাররা হলেন মারিয়ানা কুজুর ও মুমতাজ খান এবং ফরোয়ার্ড হিসেবে থাকছেন আজমিনা কুজুর, রুতাজা দাদাসো পিসাল ও দীপিকা সোরেং। নামিবিয়া, পোল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সি’ গ্রুপে রয়েছে ভারতীয় নারীরা।

‘এ’ গ্রুপে ফিজি, মালয়েশিয়া, নেদারল্যান্ডস ও আয়োজক ওমান সহ মোট ১৬টি দল অংশ নেবে। ‘বি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন ও জাম্বিয়া। ‘ডি’ গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, প্যারাগুয়ে, থাইল্যান্ড ও উরুগুয়ে। দলে তরুণ খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের যথেষ্ট আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। হকি বিশ্বকাপের মতো টুর্নামেন্টে আসল পরীক্ষার মুখে পড়বে দল।

অলিম্পিক ব্রোঞ্জ পদকজয়ী সিমরনজিতের নেতৃত্বে ভারতীয় পুরুষ দলে রয়েছেন গোলরক্ষক সুরজ কারকেরা ও প্রশান্ত কুমার চৌহান। মনজিতের সঙ্গে রক্ষণভাগে থাকবেন মনদীপ মোর, মিডফিল্ডে থাকবেন মহম্মদ রাহিল মুসিন ও মনিন্দর সিং এবং ফরোয়ার্ড লাইনে রয়েছেন পবন রাজভর, গুরজোত সিং ও উত্তম সিং। ‘বি’ গ্রুপে জায়গা করে নেওয়া ভারতকে নক আউট পর্বে খেলার জন্য মিশর, জ্যামাইকা ও সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে হবে। ‘এ’ গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস, নাইজেরিয়া, পাকিস্তান ও পোল্যান্ড এবং ‘সি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, কেনিয়া, নিউজিল্যান্ড, ত্রিনিদাদ ও টোবাগো এবং ‘ডি’ গ্রুপে রয়েছে ফিজি, মালয়েশিয়া, ওমান ও যুক্তরাষ্ট্র।