Assam: যোগীর পথ ধরে ব্যবসায়ী খুনে অভিযুক্ত শাহ আলমকে এনকাউন্টারে ‘খতম’ করল হিমন্ত-পুলিশ

120
Assam Police adopted UP's encounter formula
Shah Alom Talukdar

অসমে (Assam) ঘটে গেল বড়সড় ঘটনা৷ রাজ্যের কামরূপ মেট্রোপলিটন জেলার সোনাপুর এলাকায়, ইউপি পুলিশের সঙ্গে এনকাউন্টারে একজন ব্যবসায়ী খুনে অভিযুক্তকে নিহত হয়েছে। অভিযুক্তরা পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করছিল বলে জানা গেছে। এ সময় এনকাউন্টার হয় এবং অভিযুক্তের মৃত্যু হয়৷

পুলিশ রিপোর্ট অনুযায়ী, পশ্চিম অসম দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের পরিবেশক রঞ্জিত বোরাকে গত বছরের ২১ নভেম্বর দুই মোটরসাইকেল-বাহিত হামলাকারী গুলি করে হত্যা করে। বোরার কাছ থেকে নগদ দুই লাখের বেশি টাকা নিয়েও পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই টাকা জমা দিতে বাইকে করে ব্যাঙ্কে যাচ্ছিলেন তিনি।

এসময় নগরীর পাঞ্জাবি এলাকায় বন্দুকধারীরা তার ঘাড়ে গুলিবিদ্ধ হয়। গ্রেফতার হয় মামলার প্রধান অভিযুক্ত শাহ আলম তালুকদার (Shah Alom Talukdar)। পুলিশ জানায়, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় সে পালানোর চেষ্টা করে। পাল্টা গুলিতে শাহ আলমকে হত্যা করে পুলিশ। পরে তাকে গৌহাটি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ডেইরি সমবায়ের পরিবেশক বোরা হত্যার দুই মাসেরও বেশি সময় পর এদিনই প্রধান অভিযুক্ত শাহ আলমসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, অভিযুক্ত যে মোটরসাইকেলে অপরাধ করার কথা স্বীকার করেছে, তাকে একটি পিস্তলসহ ধরা হয়েছে।