ATK Mohun Bagan: নক আউটে আরও ফোকাস হতে চান হুয়ান ফেরান্দো

তিনি আরও বলেন, ঘরের মাঠে খেললে ফুটবলাররা অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে নামতে পারে। সমর্থকদের সামনে মাঠে নামলে কঠিন সময়েও কাজটা অনেক সোজা হয়। কারণ, সমর্থকরা পাশে থাকেন।

ATK Mohun Bagan coach Juan Ferrando

যুবভারতীতে ইস্টবেঙ্গলকে পরাজিত করে আরও আত্মবিশ্বাসে ফুঁটছে মেরিনার্সরা (ATK Mohun Bagan)৷ তবে জয় হাসিল হলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। তাই নক আউট মায়চ নিয়ে এখনই প্রস্তুতি সারতে চান তিনি।

আরও পড়ুন: হাভি হার্নান্ডেজের জন্য বিপদে পড়তে হত: কোচ হুয়ান ফেরান্দো

   

তাঁর কথায়, পরের ম্যাচের আগে আমরা এক সপ্তাহ সময় পাচ্ছি। নক আউটের ম্যাচ হোম-অ্যাওয়ে হলে তাতে দুরকমই সম্ভাবনা থাকে। কিন্তু এই ৯০ মিনিটে একটা ভুলই অনেক বড় হয়ে যেতে পারে। তাই প্লে অফে আমাদের কাজ আরও কঠিন। আরও ফোকাস করতে হবে আমাদের। ছোটখাটো ভুল করলেও চলবে না।

আরও পড়ুন: ISL: জিতলেও দলের খেলায় খুশি নই: কোচ হুয়ান ফেরান্দো

তিনি আরও বলেন, ঘরের মাঠে খেললে ফুটবলাররা অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে নামতে পারে। সমর্থকদের সামনে মাঠে নামলে কঠিন সময়েও কাজটা অনেক সোজা হয়। কারণ, সমর্থকরা পাশে থাকেন। তবে ঘরের মাঠে ম্যাচ হলেও ওডিশাকে হাল্কা ভাবে নেওয়া যাবে না। কোনওরকম ঝুঁকি নেওয়াও যাবে না। আমাদের দলটা ভাল। কয়েকজন ভাল বিদেশি ফুটবলার আছে। তবে সেমিফাইনালে উঠতে গেলে প্রস্তুতিটা ঠিকঠাক হওয়া দরকার।

আরও পড়ুন: লিস্টন কোলাসো আমাদের দলের ব্যাটারি: কোচ হুয়ান ফেরান্দো

নক আউটে ওড়িশাকে হারাতে পারলে আগামী ম্যাচে হায়দ্রাবাদের মুখোমুখি হবে মেরিনার্সরা৷ তাই প্রথম থেকেই বিশেষ গুরুত্ব দিতে চান স্প্যানিশ কোচ৷ তাঁর কথায়, আমাদের ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হবে কারণ আমরা জানি ওডিশা এফসির কাছে মানসম্পন্ন খেলোয়াড়, মানসম্পন্ন বিদেশী এবং তাদের একটি ভালো স্কোয়াড রয়েছে। ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া দরকার কারণ আমরা সেমিফাইনালে থাকতে চাই। কোনও ভুল চাইছেন না তিনি৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন