হাভি হার্নান্ডেজের জন্য বিপদে পড়তে হত: কোচ হুয়ান ফেরান্দো

বেঙ্গালুরু এফসিকে এক গোলে হারিয়ে তিন পয়েন্ট ঘরে আনলেও দলের খেলায় একেবারেই খুশি নন ATK মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando) পরিষ্কার তা স্বীকার করেছেন…

Juan Ferrando

বেঙ্গালুরু এফসিকে এক গোলে হারিয়ে তিন পয়েন্ট ঘরে আনলেও দলের খেলায় একেবারেই খুশি নন ATK মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando) পরিষ্কার তা স্বীকার করেছেন খেলা শেষে মিট দ্য প্রেসে।

শনিবার,কান্তিরাভা স্টেডিয়ামে ১-০ গোলে জয়ের পরে সাংবাদিক বৈঠকে টিমের ডিফেন্স নিয়ে নিজের একরাশ উদ্বেগ প্রকাশের সময় হুয়ান ফেরান্দো বলেন,’আমার কাছে বল নিজেদের কাছে রাখাটাই মূল লক্ষ্য হওয়া উচিত। এটাই ফুটবলের আসল কথা, বল পায়ে রাখো। আমাদেরও নীতি এটাই। কিন্তু বল যখন প্রতিপক্ষের পায়ে থাকছে, তখন আমাদের রক্ষণ পুরো শক্তি নিয়ে ওদের আটকাতে পারছে না। এটাই আমার চিন্তার বিষয়’।

বেঙ্গালুরর বিরুদ্ধে ম্যাচে ATK মোহনবাগানকে বেশ বেগ দিয়েছে হাভি হার্নান্ডেজ।হাভিকে রুখতে রীতিমতো খাবি খেতে হয়েছে সবুজ মেরুন ডিফেন্স লাইনে থাকা কার্ল-লেনি -টাঙরিকে।বিএফসির এই ফুটবলারের প্রশংসার সূত্রে মেরিনার্সদের হেডস্যার ফেরান্দো বলেন,’ওদের দলের ইঞ্জিন হাভি হার্নান্ডেজ,সেকেন্ড বলে ওকে(হাভি হার্নান্ডেজ) রোখাটা খুব দরকার ছিল। ওর মধ্যে যথেষ্ট প্রতিভা ও দক্ষতা রয়েছে। আমি ছেলেদের বলেছিলাম, ওরা যদি সেকেন্ড বল পেয়ে যায় আর তা যদি হাভির পায়ে পড়ে, তা হলে সমস্যা আছে। আজ তাই হয়েছে। ওর জন্য আমাদের হয়তো বিপদে পড়তে হত’।
সুনীল ছেত্রীদের বিরুদ্ধে ম্যাচ জিতে ISL পয়েন্ট টেবলে ATKমোহনবাগান ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরেই রয়েছে।ফেরান্দো আগেই বলেছিলেন, নক আউট স্টেজের লড়াই তীব্র হবে।লিগে প্রতিটি দলের মধ্যে পয়েন্ট পার্থক্য ২-৩ পয়েন্টের।

২১ পয়েন্ট নিয়ে লিগ টপার হয়েও মুম্বই সিটি এফসি স্বস্তিতে নেই হায়দরাবাদ এফসি হায়দরাবাদ এফসি ১৯ পয়েন্টের জোরে মুম্বইর ঘাড়ে নিশ্বাস ফেলছে।আবার ওডিশা এফসি ১৮ পয়েন্টে তিনে চারে সবুজ মেরুন ব্রিগেড ১৬ পয়েন্ট নিয়ে কলিঙ্গ ওয়ারিয়ার্সদের হুঙ্কার দিচ্ছে এবং কেরালা ব্লাস্টার্স এফসি সঙ্গে এফসি গোয়া সমসংখ্যক ১২ পয়েন্ট নিয়ে হুগো বাউমাসদের পিছনে পড়ে রয়েছে।এরফলে লিগে প্রতিটি ম্যাচ ফাইনালের মতো দাঁড়িয়েছে ATKমোহনবাগানের কাছে।