আর্সেনালের তারকা ফুটবলারকে নিচ্ছে ইস্টবেঙ্গল? সত্যিটা জেনে নিন

j emmanuel thomas

শোনা যাচ্ছে আর্সেনালে (Arsenal) খেলা এক ফুটবলারের নাম। যিনি স্ট্রাইকারের পাশাপাশি উইংগার হিসেবেও খেলতে পারেন তিনি। কিন্তু এই জল্পনা আদৌ সত্যি তো? কারণ দল গোছানোর এই সময়ে অনেক কথাই হওয়ায় ভাসে। যার সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

আরও পড়ুন: আজ সিজিও কমপ্লেক্সে না গেলেও সিবিআইয়ের চাপে অনুব্রত

   

রবিবারের জল্পনা, জে এমানুয়েল থমাস নামের এক ফুটবলারকে দলে পেতে আগ্রহী ইমামি-ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যিনি দলের প্রয়োজনে খেলতে পারেন দু’টি পজিশনে- স্ট্রাইকার এবং উইংগার। ৩১ বছর বয়সী এই ফুটবলার খেলেছেন ইংল্যান্ডের বয়স ভিত্তিক জাতীয় দলে। ইংল্যান্ডের অনুর্ধ্ব ১৭ ও ১৯ দলে খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। তবে সিনিয়র পর্যায়ে জাতীয় দলের হয়ে খেলা হয়নি তাঁর।

আরও পড়ুন: সুভাষ ভৌমিকের প্যান্ট ছিঁড়ে দেওয়া জর্জ অ্যামব্রোস আর নেই

পেশাদার ফুটবল কেরিয়ারে বেশ কিছু ক্লাবে খেলেছেন জে এমানুয়েল থমাস। সবথেকে বেশি ম্যাচ খেলেছেন ব্রিস্টল সিটির হয়েছে। নব্বইয়ের কাছাকাছি ম্যাচ খেলেছিলেন সেখানে। করেছিলেন কুড়িটির বেশি গোল। আর্সেনালের সিনিয়র দলে ছিলেন কেরিয়ারের একেবারে শুরু দিকে, ২০০৮-১১ মরসুমে। পরিসংখ্যান অনুযায়ী, গানার্সের হয়ে মাঠে নেমেছিলেন হাতেগোনা ম্যাচে। ফুটবলে হাতেখড়ি আর্সেনালের যুব দলে।

আরও পড়ুন: Premier League: বিশ্রী হার দিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করল ম্যানচেস্টার ইউনাইটেড

ময়দানি গুঞ্জন অনুযায়ী, এমানুয়েল থমাসের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে ইস্টবেঙ্গল। বর্তমানে তিনি খেলেছেন স্কটিশ প্রিমিয়ার লিগের ক্লাব আবেরদীনে। প্রায় পনেরোটি ম্যাচ খেলেছেন ইতিমধ্যে। যদিও কোনও গোল করেছেন বলে জানা যায়নি। বস্তুত বিগত কয়েকটি ক্লাবের হয়ে খুব বেশি গোল করতে পারেননি এমানুয়েল। এখন প্রশ্ন হচ্ছে, জল্পনাটা সত্যি কি না।

আরও পড়ুন: Ivan Gonzalez : চলতি সপ্তাহেই কলকাতায় পা রাখতে পারেন ইভান

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এমানুয়েলের সঙ্গে ইস্টবেঙ্গল যোগের বিষয়টি হয়তো ঠিক নয়। অর্থাৎ জল্পনার ভিত দুর্বল বলেই মনে করা হচ্ছে। ভারতের অন্য কোনো ক্লাবের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও হতে পারে। কিন্তু ইস্টবেঙ্গল তাঁর সঙ্গে যোগাযোগ করেছে, এমন খবর নির্ভরযোগ্য সূত্র থেকে এখনও পাওয়া যায়নি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন