আজ সিজিও কমপ্লেক্সে না গেলেও সিবিআইয়ের চাপে অনুব্রত

গরু পাচার মামলায় আজ সিবিআইয়ের তরফে তলব করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। কিন্তু শারীরিক সমস্যার কারণে হাজিরা এড়িয়ে গেছেন তিনি৷ তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তির কথাও শোনা…

Anubrata Mandal

গরু পাচার মামলায় আজ সিবিআইয়ের তরফে তলব করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। কিন্তু শারীরিক সমস্যার কারণে হাজিরা এড়িয়ে গেছেন তিনি৷ তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তির কথাও শোনা যাচ্ছে৷ কিন্তু অনুব্রতকে চাপে ফেলতে মরিয়া সিবিআই। আজই আসানসোলে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে সিবিআই। সেখানে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ একাধিক নেতাদের নাম থাকার সম্ভাবনা দেখা দিয়েছে।

সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে ৬০ দিনের হেফাজতে নিয়েছে সিবিআই। সায়গলের ১৫০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে সিবিআইয়ের কাছে। তার নাম এবার চার্জশিটে প্রথমেই আসতে চলেছে। এছাড়াও গরু পাচারকাণ্ডে জড়িত অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ একাধিক জনের নাম উল্লেখ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

   

ওয়াকিবহাল মহলের ধারণা, এবারেও শারীরিক সমস্যার কথা উল্লেখ করে এত সহজে এড়িয়ে যেতে পারবেন না অনুব্রত মণ্ডল। আজ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা করা বেন তিনি৷ কিন্তু অনুব্রতকে এত সহজে ছাড় দিতে নারাজ সিবিআই৷ সেকারণেই এখন থেকে সমস্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, শারীরিক পরীক্ষা শেষ হলেই তিনি যেন সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন৷

এসএসকেএম হাসপাতালে উপস্থিত হয়েছেন অনুব্রত। কলকাতা পুলিশের তরফে এসএসকেএম চত্বরে কড়া নিরাপত্তা রয়েছে। গোটা এলাকা ব্যারিকেড করে দেওয়া হয়েছে৷ অনুব্রতর চিকিৎসার জন্য একটা মেডিকেল টিম গঠন করা হচ্ছে। চিকিৎসার পর অনুব্রত সিবিআইয়ের মুখোমুখি হন কিনা, সেটাই দেখার।