সুভাষ ভৌমিকের প্যান্ট ছিঁড়ে দেওয়া জর্জ অ্যামব্রোস আর নেই

১৯৭২ সালের সন্তোষ ট্রফি সেমিফাইনাল। মুখোমুখি গোয়া ও বাংলা। দুই দলের মধ্যে হয়েছিল রুদ্ধশ্বাস ম্যাচ। পরের দিন হয়েছিল টাইব্রেকার। ম্যাচের কথা বলতে গিয়ে পিটার ভ্যালসের…

১৯৭২ সালের সন্তোষ ট্রফি সেমিফাইনাল। মুখোমুখি গোয়া ও বাংলা। দুই দলের মধ্যে হয়েছিল রুদ্ধশ্বাস ম্যাচ। পরের দিন হয়েছিল টাইব্রেকার। ম্যাচের কথা বলতে গিয়ে পিটার ভ্যালসের মনে পড়ে গিয়েছিল একটি ঘটনার কথা।

সেট পিস থেকে ভেসে আসছিল বল। লাফিয়ে উঠেছিলেন সুভাষ ভৌমিক। যখন মাটিতে পা রাখলেন তখন তাঁর প্যান্ট ছিঁড়ে গিয়েছিল। খুব দ্রুত ঘটেছিল ঘটনাটি। সুভাষ নিজেও বোধহয় তখন বুঝতে পারেননি ঠিক কী হয়েছিল। পরে দৌড়ে যান দলের রিজার্ভ বেঞ্চে। নতুন শর্টস পরে ফের নামেন মাঠে।

পরে জানা গিয়েছিল, সুভাষ ভৌমিকের সঙ্গে সেদিন ভালই ঠোকাঠুকি হয়েছিল জর্জ অ্যামব্রোসের। লম্বা, চওড়া জর্জ ছিলেন গোয়ার সন্তোষ ট্রফি দলের অন্যতম নির্ভর যোগ্য ডিফেন্ডার। সুভাষ ভৌমিকের মতো আগ্রাসী ফুটবলারদের বিরুদ্ধে সংঘর্ষে যেতেও ভয় পেতেন না তিনি।

প্রয়াত হয়েছেন জর্জ। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে গোয়ার হয়ে পাঁচবার প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। ১৯৬৭ সালে যোগ দিয়েছিলেন ভাস্কোতে। এরপর ক্রমেই উত্থান। বেশ কিছু টুর্নামেন্টে হয়েছিলেন দলের অধিনায়ক। ১৯৭৩ সালে পরপর জিতেছিলেন স্ট্যাফর্ড চ্যালেঞ্জ কাপ, বন্দদকর গোল্ড ট্রফি, চাকোলা গোল্ড ট্রফি। চাকরি পেয়েছিলেন সেন্ট্রাল রেলওয়েতে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮।