বদলির জন্য লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ পার্থ ঘনিষ্ঠদের বিরুদ্ধে

প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষিকা ছয় মাসের গর্ভবর্তী৷ বদলির জন্য দিয়েছিলেন লক্ষাধিক টাকা৷ কিন্তু বদলি হয়নি। এখন টাকা চাইতে গেলে ভয় দেখানো হয়েছে৷ অভিযুক্ত তৃণমলের প্রাথমিক…

প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষিকা ছয় মাসের গর্ভবর্তী৷ বদলির জন্য দিয়েছিলেন লক্ষাধিক টাকা৷ কিন্তু বদলি হয়নি। এখন টাকা চাইতে গেলে ভয় দেখানো হয়েছে৷ অভিযুক্ত তৃণমলের প্রাথমিক শিক্ষা সংগঠনের সাধারণ সম্পাদক বলে জানা গেছে৷ অভিযোগ, টাকা নিয়ে এখন মানতে নারাজ ওই ব্যক্তি৷

অভিযোগ, বদলি করার নাম করে প্রায় দেড় লক্ষ টাকা নিয়েছিল দীপেন সরকার নামে ওই ব্যক্তি। যিনি বর্তমানে প্রাথমিক শিক্ষক সেলের সাধারণ সম্পাদক। অভিযোগ, শিক্ষিকার স্বামীকে হুমকি দেওয়া হচ্ছে। সাদা কাগজে ওই সংগঠনের সভাপতি অশোক রুদ্রকে লিখে জানাতে হবে। টাকা তিনি দেওয়া হয়নি। অশোক রুদ্র, যিনি প্রাথমিক শিক্ষক সেলের সভাপতি তিনি ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। এই ঘটনায় ফের বেড়েছে রাজনৈতিক উত্তাপ৷

   

সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে এই ছবি জেলায় জেলায় দেখা গেছে। সরকারের তরফে বারবার বদলির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল৷ অভিযোগ, এই সুযোগকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন শাসক শিবিরের ঘনিষ্ঠরা৷

উল্লেখ্য, সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে লক্ষাধিক টাকা। বিরোধীদের দাবী এটা শুধুমাত্র হিমশৈলের চূড়ামাত্র। ধীরে ধীরে এধরনের দুর্নীতি প্রতিটি খোলস ধীরে ধীরে মুক্ত হলেই গোটা সরকারের কার্যকলাপ সামনে আসবে।

ইডি সূত্রে খবর, অর্পিতা মুখ্যোপাধ্যায় ইডির কাছে জানিয়েছিলেন শিক্ষক বদলি থেকে শিক্ষাক্ষেত্রে নিয়োগ, পুরো বিষয়টা চলেছে চেইন সিস্টেমের মাধ্যমে। যেখানে এজেন্ট থেকে ওপর তলার সকলের ফিক্সড রেট ছিল। তাই আগামী দিনে দুর্নীতির একদম শিকড় অবধি পৌঁছাতেই তৎপর হয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।