সমর্থকদের কাছে মাঠে আসার আবেদন হাবাসের

গত ফুটবল সিজন থেকেই আইলিগে অংশগ্রহণ করছে ইন্টার কাশী (Inter Kashi FC) ফুটবল ক্লাব। সেবার ভালো পারফরম্যান্স করে ও আসেনি সাফল্য। যা নিঃসন্দেহে হতাশ করেছিল…

Antonio Lopez Habas ATK

গত ফুটবল সিজন থেকেই আইলিগে অংশগ্রহণ করছে ইন্টার কাশী (Inter Kashi FC) ফুটবল ক্লাব। সেবার ভালো পারফরম্যান্স করে ও আসেনি সাফল্য। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে। সেই সমস্ত কিছু ভুলে এবার সাফল্য পেতে বদ্ধপরিকর বারাণসীর এই ফুটবল ক্লাব। সেজন্য এবার দলের অন্দরে একাধিক বদল এনেছে ম্যানেজমেন্ট। স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসের হাতে তুলে দেওয়া হয়েছে দলের দায়িত্ব । তাঁর তত্ত্বাবধানেই এবারের আইলিগ অভিযান শুরু করেছে ইন্টার কাশী ফুটবল ক্লাব। গত ২২শে নভেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছে স্পোটিং ক্লাব বেঙ্গালুরুকে।

   

প্রথম ম্যাচে জয় আশায় যথেষ্ট আত্মবিশ্বাসী দলের সকল ফুটবলাররা। এবার সেই ধারা বজায় রাখার লড়াই। সূচি অনুযায়ী আগামী রবিবার কল্যাণী স্টেডিয়ামে আইলিগের দ্বিতীয় ম্যাচ খেলবে ইন্টার কাশী ফুটবল ক্লাব। যেখানে তাঁদের লড়াই করতে হবে দিল্লী এফসির সঙ্গে। বলাবাহুল্য, টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামধারী এফসির বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল দিল্লীর এই ফুটবল ক্লাবকে। সেই হতাশা কাটিয়ে এবার জয় পেতে চাইবে দিল্লী ফুটবল দল। তবে ইন্টার কাশীর বিপক্ষে লড়াইটা যে সহজ হবে না সেটা বলাই চলে।

আসন্ন এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই দলের সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন ইন্টার কাশী কোচ। শুক্রবার বিকেলে সেই নিয়েই একটি বিশেষ ভিডিও প্রকাশ করা হল ক্লাবের সোশ্যাল সাইটে‌। যেখানে আসন্ন দিল্লী ম্যাচের জন্য দলের সকল সমর্থকদের মাঠে আসার আহবান করতে দেখা যায় আন্তোনিও লোপেজ হাবাসকে। তিনি বলেন, ” হ্যালো ইন্টার কাশী ফ্যানস। আগামী রবিবার কল্যাণী স্টেডিয়ামে আমরা আমাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবো। আপনারা সবাই মাঠে আসুন। আমরা আপনাদের অপেক্ষায় থাকবো।”

উল্লেখ্য, গত সিজনে মোহনবাগান সুপার জায়ান্টকে আইএসএলের লিগ শিল্ড জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই স্প্যানিশ কোচের‌। এমন ডার্বি জয়ের ধারা বজায় রাখার ক্ষেত্রে ও অন্যতম ভরসাযোগ্য কোচ হিসেবে বিবেচিত হয়েছিলেন হাবাস। পরবর্তী সিজনের জন্য তাঁর সঙ্গে চুক্তি বাড়ানোর কথা শোনা গেলেও সেটা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত মোলিনার হাতে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। অন্যদিকে, হাবাসকে দলের দায়িত্ব তুলে দেয় ইন্টার কাশী ফুটবল ক্লাব। আইএসএলের পর আইলিগে আদৌও তিনি কতটা সফল থাকেন এখন সেটাই দেখার বিষয়।